চুক্তির মেয়াদ শেষ হওয়ার আগেই বিদায় নিতে হচ্ছে পররাষ্ট্র সচিব মাসুদ বিন মোমেনের। আজ রোববার নাটকীয়ভাবে পররাষ্ট্র সচিবকে বিদায় দিচ্ছে মন্ত্রণালয়। অবশ্য পররাষ্ট্র উপদেষ্টার উপস্থিতিতে আনুষ্ঠানিকভাবে বিদায় পাচ্ছেন তিনি। আগামী ডিসেম্বরে তার বিদ্যমান চুক্তির মেয়াদ শেষ হওয়ার কথা ছিলো। সচিবের দপ্তর সূত্র বলছে, মাসুদ বিন মোমেন পদত্যাগ করেননি। তার চুক্তি বাতিলের নোটিশ বা প্রজ্ঞাপন এখনো জারি হয়নি। প্রশ্ন উঠেছে তাহলে তিনি কিসের বলে বিদায় নিচ্ছেন?
সূত্র বলছে, ২০২২ সালের নভেম্বরে পেশাদার কূটনীতিক মাসুদ বিন মোমেন অবসরে যান। কিন্তু বিদায়ী শেখ হাসিনা সরকার তাকে ২ বছরের জন্য চুক্তিভিত্তিক নিয়োগ প্রদান করে। যার প্রতিদান দিতে তিনি পেশাদারিত্বের বদলে বিবেক-বিবেচনাহীনভাবে হাসিনার শাসন পোক্ত করার পক্ষে জোরালো ভূমিকা রাখেন। সর্বশেষ ছাত্র-জনতার সর্বাত্মক আন্দোলনের বিরুদ্ধেও বলিষ্ঠ অবস্থান ছিলো তার।