ভালো আওয়ামী লীগ আবার কী? সবই তো খারাপ ছিল : রাশেদ খান

গণঅধিকার পরিষদের সাধারণ সম্পাদক রাশেদ খান সরকারের বিরুদ্ধে আওয়ামী লীগকে আশকারা দেয়ার অভিযোগ তুলে কড়া সমালোচনা করেছেন। তিনি বলেন, “ঢাকা শহরের বিভিন্ন জায়গায় এখন আওয়ামী লীগ মিছিল করছে। এমনকি খুলনাতেও একই দিনে চারটি মিছিল অনুষ্ঠিত হয়েছে।”

রাশেদ খান আক্ষেপ করে আরও বলেন, “যেভাবে আওয়ামী লীগের আস্ফালন বেড়ে চলেছে, তা সরকারের আশকারার ফল। যদি সরকার আওয়ামী লীগকে নিষিদ্ধ না করে, যদি ২০১৪ সালের অবৈধ ও একতরফা নির্বাচনের এমপিদের, ২০১৮ সালের নিশিরাতের ভোটে নির্বাচিত এমপিদের এবং সর্বশেষ ২০২৪ সালের ডামি এমপিদের গ্রেপ্তার না করে, তাহলে ‘ভালো আওয়ামী লীগ’ তৈরি করার কথা বলে জনমনে বিভ্রান্তি ছড়ানো হচ্ছে।”

তিনি প্রশ্ন তোলেন, “ভালো আওয়ামী লীগ আবার কী? আওয়ামী লীগ যা করেছে, তার মধ্যে ভালো আর মন্দ কীভাবে নির্ধারণ করা যায়? সবই তো খারাপ ছিল।”

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *