যুক্তরাষ্ট্রের সাবেক প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কিকে তীব্র সমালোচনা করে বলেছেন, ক্রিমিয়াকে রাশিয়ার অংশ না মানার মন্তব্য “শান্তি আলোচনার জন্য অত্যন্ত ক্ষতিকর”। ট্রাম্প এক পোস্টে জানান, “শান্তির জন্য দরকার নমনীয়তা, অহংকার নয়।”
জেলেনস্কি পাল্টা জানান, ইউক্রেনের সংবিধান মেনে চলা হবে এবং ক্রিমিয়াকে রাশিয়ার অংশ হিসেবে স্বীকৃতি দেওয়া হবে না। তিনি যুক্তরাষ্ট্রের সাবেক পররাষ্ট্রমন্ত্রী মাইক পম্পেওর ২০১৮ সালের ঘোষণাও উল্লেখ করেন, যা রাশিয়ার ক্রিমিয়া দখল প্রত্যাখ্যান করে।
এদিকে, ট্রাম্পের মন্তব্যের কয়েক ঘণ্টার মধ্যে কিয়েভ ও খারকিভে রুশ ক্ষেপণাস্ত্র হামলায় অন্তত ২ জন নিহত ও ৫০ জন আহত হয়েছেন।
যুক্তরাজ্যে শান্তি আলোচনার এক গুরুত্বপূর্ণ বৈঠক থেকে মার্কো রুবিও সরে দাঁড়ান, যুক্তরাষ্ট্র জানায় ‘লজিস্টিক সমস্যা’ কারণ হলেও কূটনৈতিক সূত্র বলছে, যুক্তরাষ্ট্র আলোচনাকে এখনই ফলপ্রসূ মনে করছে না।
যুক্তরাষ্ট্রের প্রস্তাবিত শান্তি ফ্রেমওয়ার্কে রাশিয়ার নিয়ন্ত্রিত ক্রিমিয়াকে স্বীকৃতি দেওয়ার ইঙ্গিত রয়েছে বলে জানা গেছে, তবে জেলেনস্কি তাতে রাজি নন।
এই অবস্থায় যুক্তরাষ্ট্র আলোচনার গুরুত্ব কমিয়ে আনতে পারে বলে ইঙ্গিত দিয়েছে। তবে ইউরোপীয় দেশগুলো আলোচনায় অগ্রগতি চান এবং একটি সমঝোতা তৈরির চেষ্টা চালিয়ে যাচ্ছেন।
এদিকে, ট্রাম্পের দূত স্টিভ উইটকফ শুক্রবার পুতিনের সঙ্গে সাক্ষাৎ করবেন বলে জানিয়েছেন এক মার্কিন কর্মকর্তা।
সূত্র: https://edition.cnn.com/2025/04/23/europe/rubio-russia-ukraine-ceasefire-talks-intl-hnk/index.html