আমিসহ গুমের মামলার তদন্তকারী দলকে লক্ষ্য করে টাইম বোমা পুঁতে রাখা হয়েছিলো : চিফ প্রসিকিউটর

গুমের মামলা তদন্তে নিয়োজিত দলকে হত্যার উদ্দেশ্যে টাইম বোমা পুঁতে রাখা হয়েছিল বলে জানিয়েছেন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের চিফ প্রসিকিউটর তাজুল ইসলাম।

রবিবার (৬ এপ্রিল) দুপুরে ট্রাইব্যুনালে চারটি মামলার শুনানি শেষে এক প্রেস ব্রিফিংয়ে এ তথ্য জানান তিনি। তাজুল ইসলাম বলেন, “আমিসহ গুমের মামলার তদন্তকারী দলকে লক্ষ্য করে টাইম বোমা পুঁতে রাখা হয়েছিল। এটি স্পষ্টতই আমাদের হত্যার উদ্দেশ্যে করা হয়েছিল। তবে কোনো ষড়যন্ত্র বিচার কার্যক্রমকে থামিয়ে রাখতে পারবে না। ট্রাইব্যুনালকে ঘিরে দুর্নীতির কোনো প্রমাণ কেউ দিতে পারবে না।”

বিভাগীয় পর্যায়ে ট্রাইব্যুনাল গঠনের দাবির বিষয়ে তিনি বলেন, “এই বিষয়ে মন্তব্য করা আমার পক্ষে উপযুক্ত নয়। রাজনৈতিক দলগুলো তাদের মতামত জানাতেই পারে। রাজনীতি হচ্ছে দেশ ও মানুষের কল্যাণ নিয়ে ভাবা, তাই তারা বিষয়টি নিয়ে ভাবতেই পারে। তবে অপরাধের বিস্তৃতি বিবেচনায় ট্রাইব্যুনালের সংখ্যা বাড়ানো যেতে পারে। কিন্তু তা সারা দেশে ছড়িয়ে দেওয়া কতটা বাস্তবসম্মত, সে বিষয়ে সরকার নিশ্চয়ই চিন্তা করবে।”

তিনি আরও বলেন, “বর্তমান একটি ট্রাইব্যুনাল যথেষ্ট নয়। আরও ট্রাইব্যুনাল স্থাপন প্রয়োজন। সরকার ইতিবাচক চিন্তা করছে। খুব শিগগিরই দ্বিতীয় ট্রাইব্যুনালের কার্যক্রম শুরু হবে বলে আমরা আশাবাদী।”

 

 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *