ইসরায়েলি বাহিনীর গণহত্যা ও হামলার বিরুদ্ধে ফিলিস্তিনের জনগণের পাশে দাঁড়িয়ে বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সমাবেশ করেছে সিরাজগঞ্জ জেলা ছাত্রদল।
মঙ্গলবার (৮ এপ্রিল) দুপুরে শহরের ইবি রোড এলাকায় ভাসানী মিলনায়তন সংলগ্ন সবুজ চত্বরে এই কর্মসূচির আয়োজন করা হয়। এতে নেতৃত্ব দেন জেলা ছাত্রদলের সভাপতি জুনায়েদ হোসেন সবুজ ও সাধারণ সম্পাদক সেরাজুল ইসলাম সেরাজ।
বিক্ষোভ সমাবেশে প্রধান অতিথি ছিলেন বিএনপির কেন্দ্রীয় নির্বাহী কমিটির সদস্য ও জেলা বিএনপির সাধারণ সম্পাদক সাইদুর রহমান বাচ্চু। তিনি বলেন, “বিশ্বের মুসলমানরা ঐক্যবদ্ধ হলে ইসরায়েলের মতো সন্ত্রাসী রাষ্ট্রের সাহস থাকবে না মুসলমানদের রক্ত ঝরানোর। আজ দুই শত কোটি মুসলমান থাকলেও আমরা নির্যাতিত, কারণ আমরা বিভক্ত।”
বক্তব্য দেন জেলা বিএনপির দপ্তর সম্পাদক তানভীর মাহমুদ পলাশ, স্বেচ্ছাসেবক বিষয়ক সম্পাদক আনোয়ার হোসেন রাজেশ, সহ-দফতর সম্পাদক শেখ মো. এনামুল হক, ছাত্রদলের সিনিয়র সহ-সভাপতি কায়সার পারভেজ কাজল, সিনিয়র যুগ্ম সম্পাদক জাকির, দপ্তর সম্পাদক স্বপন, সদর উপজেলা আহ্বায়ক ইকবাল হোসেন জীবন, শহর ছাত্রদল আহ্বায়ক জুবায়ের হোসেন সুমন এবং ইসলামিয়া সরকারি কলেজ ছাত্রদল সভাপতি সাব্বির।
বিক্ষোভে জেলা ও ইউনিট পর্যায়ের শতাধিক নেতাকর্মী অংশ নেন। তাঁরা ইসরায়েলের বর্বর হামলার নিন্দা জানান এবং বিশ্ব মুসলিম নেতাদের কার্যকর পদক্ষেপের আহ্বান জানান।