ইসরায়েলি রাষ্ট্রদূতকে চরম অপমান আফ্রিকান ইউনিয়নের

ইসরায়েলের গাজায় চলমান সামরিক অভিযানের বিরুদ্ধে বিশ্বজুড়ে ক্রমবর্ধমান নিন্দা ও বিক্ষোভের প্রভাব পড়েছে আন্তর্জাতিক কূটনৈতিক অঙ্গনেও। সম্প্রতি ইথিওপিয়ার আদ্দিস আবাবায় আফ্রিকান ইউনিয়নের (এইইউ) একটি অনুষ্ঠানে ইসরাইলের রাষ্ট্রদূতকে জনরোষের কারণে সরিয়ে দেওয়া হয়েছে।

সোমবার ইসরায়েলভিত্তিক সংবাদমাধ্যম জেরুজালেম পোস্ট-এর প্রতিবেদন অনুযায়ী, আফ্রিকান ইউনিয়নের সদর দপ্তরে একটি পূর্বনির্ধারিত অনুষ্ঠানে ইসরাইলের রাষ্ট্রদূত উপস্থিত হলে তীব্র প্রতিক্রিয়া দেখা দেয়। অনুষ্ঠানস্থলে এইইউ কমিশনের চেয়ারম্যান ইসরাইলি নীতির তীব্র সমালোচনা করেন এবং রাষ্ট্রদূতকে অনুষ্ঠান থেকে চলে যেতে বললে তিনি বাধ্য হয়ে প্রস্থান করেন।

ইসরাইলের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র ওরেন মারমোরেস্টেইন জানান, রাষ্ট্রদূতকে আনুষ্ঠানিকভাবে আমন্ত্রণ জানানো হয়েছিল, কিন্তু তাকে অপমানজনকভাবে বহিষ্কার করা হয়েছে। তিনি আরও বলেন, এই ঘটনায় ইসরাইল কূটনৈতিকভাবে জবাব দেবে। গাজায় হামাসের বিরুদ্ধে ইসরায়েলের সামরিক অভিযানের সমালোচনা দিন দিন বাড়ছে। আফ্রিকান ইউনিয়নের সদস্য দেশগুলোর পক্ষ থেকে ঘোষণা করা হয়েছে, ইসরাইলি রাষ্ট্রদূতের উপস্থিতিতে তারা কোনো বৈঠক বা কর্মসূচিতে অংশ নেবেন না। এই ঘটনায় আফ্রিকার দেশগুলোর ইসরাইলবিরোধী অবস্থান আরও স্পষ্ট হয়েছে।

ইসরায়েলি কর্তৃপক্ষ এই ঘটনাকে “অগ্রহণযোগ্য” আখ্যা দিয়ে বলেছে, এটি কূটনৈতিক শিষ্টাচারের লঙ্ঘন। গাজায় তাদের অভিযানকে তারা “আত্মরক্ষামূলক ব্যবস্থা” হিসেবে বর্ণনা করলেও, আন্তর্জাতিক সম্প্রদায়ের একাংশ এটিকে অমীমাংসিত সংঘাতের বিস্তার হিসেবে দেখছে। এই ঘটনা আন্তর্জাতিক কূটনীতিতে ইসরায়েলের ক্রমবর্ধমান বিচ্ছিন্নতাকে আরও স্পষ্ট করে তুলেছে। বিশ্বজুড়ে ইসরায়েলবিরোধী বিক্ষোভ ও কূটনৈতিক চাপ অব্যাহত থাকলে পরিস্থিতি আরও জটিল হওয়ার আশঙ্কা করা হচ্ছে।

 

বার্তাবাজার/এসএইচ

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *