ঝিনাইদহে বিএনপি ও যুবদল নেতার আধিপত্য নিয়ে দ্বন্দ্বে বাড়িঘরে ভাঙচুর-লুটপাট

ঝিনাইদহে বিএনপি ও যুবদল নেতার মধ্যে আধিপত্য বিস্তারের জেরে বাড়িঘরে হামলা, ভাঙচুর ও লুটপাটের অভিযোগ পাওয়া গেছে। সোমবার রাত সাড়ে ৯টার দিকে সদর উপজেলার পাকা গ্রামে এ ঘটনা ঘটে।

পুলিশ ও স্থানীয়রা জানান, এলাকায় আধিপত্য বিস্তার নিয়ে ওই গ্রামের সাবেক যুবদল নেতা আব্দুল কাদের ও জেলা বিএনপির সহসভাপতি সুবিদ আলীর সমর্থকদের মধ্যে দীর্ঘদিন ধরে বিরোধ চলছে। সোমবার দুপুরে আব্দুল কাদেরের বাড়িতে স্থানীয় বিএনপি নেতা তৌফিকুর রহমান, শফিকুল ইসলাম ও ইদ্রিস আলী দাওয়াত খেতে যান।

এ নিয়ে সন্ধ্যায় স্থানীয় ঘোড়শাল বাজারে সুবিদ আলীর লোকজন তাদের ওপর চড়াও হন। তখন উভয়পক্ষের মধ্যে বাক-বিতণ্ডা হয়। এর জেরে রাতে সুবিদ আলীর লোকজন আব্দুল কাদেরের সমর্থকদের বাড়িতে হামলা চালান। এ সময় আব্দুল কাদের, শাহাবুদ্দিন, মিজানুর রহমান, শরিফুল ইসলাম, জিয়া উদ্দিন, আব্দুর রশিদ, বশার মন্ডল, তুষার মন্ডল, আমিরুল ইসলামসহ আরো কয়েকজনের বাড়িঘর ভাঙচুর ও লুটপাট করেন তারা। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।

ঝিনাইদহ সদর থানার ওসি আব্দুল্লাহ আল মামুন জানান, এ ঘটনার পর এলাকায় উত্তেজনা বিরাজ করছে। এলাকায় পুলিশ মোতায়েন করা হয়েছে। এখনও থানায় কোনো মামলা হয়নি। এ ঘটনায় কাউকে আটকও করা যায়নি।

 

বার্তাবাজার/এসএইচ

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *