স্বাধীন বাংলাদেশে এয়ারপোর্টে আর কোনো প্রবাসী যেন হেনস্তার শিকার না হয়: সোহান

ছাত্র ও সাধারণ মানুষের আন্দোলনের মুখে প্রধানমন্ত্রীর পদ থেকে পদত্যাগ করে ভারতে পালিয়ে গেছেন শেখ হাসিনা। শুরু থেকেই ছাত্রদের এই আন্দোলনে সমর্থন যুগিয়ে গেছেন বাংলাদেশ ক্রিকেট দলের উইকেটরক্ষক নুরুল হাসান সোহান। শেখ হাসিনার পদত্যাগের পর তিনি কথা বলেছিলেন আন্দোলনরত ছাত্রদের নিয়ে। ডাক দিয়েছিলেন সম্প্রীতির। এবার তিনি কথা বললেন প্রবাসীদের নিয়ে। অনুরোধ করেছেন স্বাধীন বাংলাদেশে এয়ারপোর্টে আর কোনো প্রবাসীকে যেনো হেনস্তা করা না হয়। এয়ারপোর্টে প্রবাসীদের হেনস্তা না করার অনুরোধ জানিয়ে নিজের ফেসবুক পোস্টে তিনি লিখেন, ‘এই স্বাধীন বাংলাদেশে আর কোনো প্রবাসী ভাইকে যেন এয়ারপোর্টে হেনস্তা হতে না হয়।

প্রবাসীরা এয়ারপোর্টে কিছু ব্যক্তি দ্বারা প্রায়ই হেনস্তার শিকার হন। তাই আশা করবো ভবিষ্যতে সকল প্রবাসীরা যেন এয়ারপোর্টে তাদের প্রাপ্য সম্মানটা পায়।’

এয়ারপোর্টের আইনশৃঙ্খলায় নিয়োজিতদের উদ্দেশ্যে তিনি লিখেন, ‘এয়ারপোর্টের আইনশৃঙ্খলায় নিয়োজিত যারা আছেন তারা এই ব্যাপারটি অনুগ্রহ করে গুরুত্বসহকারে দেখবেন যাতে কোনো প্রবাসী যেন হেনস্তার শিকার না হয়।’

এর আগে ৫ আগস্ট ছাত্রদের সুপারস্টার উল্লেখ করে লিখেছেন, ‘ভবিষ্যতে বাংলাদেশে আর কাউকে নায়ক বা সুপারস্টার বলবেন না। কেবল ছাত্ররাই আমাদের নায়ক এবং মহাতারকা। আমি আবার বলছি, তারা ব্যতীত আর কেউই এমন নামের যোগ্য না। সেইসঙ্গে জনতাকে ধন্যবাদ এই ঐতিহাসিক আন্দোলনে যোগ দেয়ার জন্য।’

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *