নির্বাচিত সরকারের ওপরই বিনিয়োগকারীদের আস্থা বেশি থাকে: আমীর খসরু

গণতান্ত্রিক প্রক্রিয়া অব্যাহত থাকলে দেশের অর্থনৈতিক অবস্থা ভাল হবে। কারণ নির্বাচিত সরকারের ওপরই বিনিয়োগকারীদের আস্থা বেশি থাকে— এমন মন্তব্য করেছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য আমীর খসরু মাহমুদ চৌধুরী।

বুধবার (৯ এপ্রিল) বিনিয়োগ সম্মেলনের উদ্বোধনী অনুষ্ঠান শেষে সাংবাদিকদের সাথে আলাপকালে এ কথা বলেন তিনি। তিনি বলেন, বিএনপির রাজনীতি বিনিয়োগের রাজনীতি। বেসরকারি খাতে প্রবৃদ্ধির নেপথ্যে আমাদের সরকারের প্রণীত পলিসি রয়েছে। এ সময় কর স্থিতিশীলতা ও বিনিয়োগকারীদের সুরক্ষায় বিএনপি প্রয়োজনীয় আইন প্রণয়ন করবে বলেও মন্তব্য করেন তিনি।

তিনি আরও বলেন, নির্বাচনের মাধম্যে গণতান্ত্রিক ধারাকে ফিরিয়ে আনতে হবে। বিদেশী বিনিয়োগকারীরাও নির্বাচিত সরকার চায়।

 

বার্তাবাজার/এসএইচ

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *