বিএনপির কেন্দ্রীয় কমিটির সহ সম্পাদক নিলোফার চৌধুরী মনি একটি বেসরকারি গণমাধ্যমের টকশোতে বলেছেন, বিভিন্ন রাজনৈতিক দলরা যখন কথা বলে, তখন কিন্ত কোন ছাড় দিয়ে কথা বলে না, ঢালাওভাবে বলতে থাকে। এটা তো সত্যি, যাদের চুল চেরা কিছুই ছিলো না তারা তো চাঁদাবাজি করছে, শেরাটন, ইন্টারকন্টিনেন্টালে ইফতার পার্টি করছে। অথচ বিএনপি বা আওয়ামী লীগ এত বছর দেশ চালিয়েছে তাও কিন্ত নিষিদ্ধ ছাত্রলীগ এত বড় সাহস পায় নাই।
তিনি আরো বলেন, তারা যে আওয়ামী লীগের সাথে লিয়াজু করছে আমরা কিন্ত কিছু বলি নাই। কিন্ত তারা আমাদের চাঁদাবাজ বলে। এটা তো সত্য ১৮ বছর বিএনপি সবচেয়ে নির্যাতিত হয়েছে, নেতাকর্মীরা এত গরীবও ছিল না কেউ কিন্ত নিজ এলাকায় থাকতে পারেনি অন্য এলাকায় গিয়ে কাজ করে খেয়েছে। সেই মানুষগুলো তাদের নিজেদের দখল হওয়া সম্পত্তি তো এখন নিতেই পারে।
মনি বলেন, সবাই বলতে পারে পুলিশের সাহায্য কেন নেয়না, পুলিশ নিজেই তো দাঁড়াতে পারে না। দেশের সরকার নিজে মব হাতে তুলে নেয়, মবের মুল্লুগ বানায় তারা আর কী করবে। একটা সময় বলছে তুমি কে আমি কে রাজাকার রাজাকার, দেখেন না দুইদিন পর বলবে তুমি কে আমি কে ভোটার ভোটার। এই কথা যদি না বলছে তারপরে দেইখেন।
তিনি আরো বলেন, এই যে জনগণের ২০০-৫০০ লোক দিয়া আপনি বলাবেন এই সরকারই চাই আজীবনকাল, আপনি বললেই যদি সব হইতো তাইলে ইমরান সরকার কিন্ত আপনাদের অনেকের চেয়ে অনেক বেশি জনপ্রিয় ছিল। আজকে কোথায় সেই ইমরান সরকার। ইতিহাস থেকে সবারই শিক্ষা নিতে হয়, বিএনপি ১৮ বছর জীবন দিয়ে সেই শিক্ষা নিয়েছে।
বার্তাবাজার/এসএইচ