মোট দুই বারের বেশি প্রধানমন্ত্রী নয় : প্রস্তাব গণঅধিকার পরিষদের

কোনো ব্যক্তি মোট দুইবারের বেশি প্রধানমন্ত্রী হতে পারবেন না—সংবিধানে এমন বিধান রাখার প্রস্তাব দিয়েছে গণঅধিকার পরিষদ। ঐকমত্য কমিশনের কাছে জমা দেওয়া দলের লিখিত মতামতে এ প্রস্তাব দেওয়া হয়েছে। বুধবার (৯ এপ্রিল) জাতীয় ঐকমত‍্য কমিশনের সহ-সভাপতি ড. আলী রিয়াজের কাছে সংস্কার প্রস্তাব তুলে দেয় দলটি।

সংস্কার কমিশনের মোট প্রস্তাবনার প্রায় ৮৫ শতাংশের সঙ্গে একমত পোষণ করে গণঅধিকার পরিষদ। বাকি ১৫ শতাংশের ক্ষেত্রে আংশিক একমত ও একমত নয় তারা।প্রস্তাবে গণঅধিকার পরিষদ একই ব্যক্তি একসঙ্গে দলীয় প্রধান, প্রধানমন্ত্রী এবং সংসদ নেতা হিসেবে থাকতে পারবে না বলে মত দিয়েছে। এছাড়া দুইবারের বেশি কেউ প্রধানমন্ত্রী হতে পারবে না ও এনসিসি গঠনের মতো গুরুত্বপূর্ণ বিষয়ে একমত পোষণ করেছে তারা।

তাছাড়া তাদের দেওয়া প্রস্তাবনায় পৌরসভা নির্বাচনে সরাসরি জনগণের ভোটের দাবি জানিয়ে সংস্কার কমিশনের মতামতের বিরোধিতা করা হয় ও সংবিধানের মূলনীতিতে বহুত্ববাদের পরিবর্তে সাম্প্রদায়িক সম্প্রীতি রাখার প্রস্তাব করা হয়। এছাড়াও সংবিধানের ৭০ অনুচ্ছেদ সংশোধনের পক্ষে মত দিয়েছে গণঅধিকার পরিষদ।

জাতীয় ঐকমত‍্য কমিশনের সহ-সভাপতি ড. আলী রিয়াজের কাছে সংস্কার প্রস্তাব তুলে দেওয়ার সময় উপস্থিত ছিলেন গণঅধিকার পরিষদের উচ্চতর পরিষদ সদস্য আবু হানিফ, শাকিল উজ্জামান, হাবিবুর রহমান রিজু, যুগ্ম সাধারণ সম্পাদক জিলু খান, প্রচার সম্পাদক শহিদুল ইসলাম, সহ-দপ্তর সম্পাদক শাকিল আহমেদ, সহ-গণমাধ্যম সম্পাদক এনায়েত হাসিব, কেন্দ্রীয় সদস্য আব্বাসী, যুব অধিকার পরিষদের সভাপতি মনজুর মোর্শেদ মামুন, সাংগঠনিক সম্পাদক মুনতাজুল ইসলাম প্রমুখ।

 

বার্তাবাজার/এসএইচ

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *