সিরাজগঞ্জের কামারখন্দ উপজেলায় মাদকবিরোধী অভিযানে ১৯৯ পিস ইয়াবাসহ দুই মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করেছে র্যাব-১২। মঙ্গলবার (৯ এপ্রিল) সন্ধ্যা ৭টার দিকে উপজেলার কুটিরচর এলাকার সোনার মদিনা মিলসংলগ্ন মহাসড়কের পাশে অভিযান চালিয়ে তাদের আটক করা হয়।
বৃহস্পতিবার (১০ এপ্রিল) দুপুরে এক প্রেস বিজ্ঞপ্তিতে র্যাব-১২ জানিয়েছে, গোপন তথ্যের ভিত্তিতে সদর কোম্পানির একটি আভিযানিক দল অভিযান চালিয়ে তাদের আটক করে। প্রাথমিক জিজ্ঞাসাবাদে গ্রেফতারকৃতরা স্বীকার করেছেন, তারা দীর্ঘদিন ধরে ইয়াবা বিক্রির সঙ্গে জড়িত এবং কামারখন্দসহ আশপাশের এলাকায় মাদক সরবরাহ করতেন।
গ্রেফতারকৃতরা হলেনঃ রংপুর জেলার শহিদুল ইসলামের ছেলে মোঃ সোহাগ মিয়া (২৮) এবং কামারখন্দ উপজেলার মাহমুদুল ইসলামের ছেলে মোঃ জাহাঙ্গীর আলম (৩৫)।র্যাব আরও জানায়, তাদের বিরুদ্ধে ২০১৮ সালের মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে কামারখন্দ থানায় একটি মামলা দায়ের করা হয়েছে।
বার্তাবাজার/এসএইচ