যুক্তরাষ্ট্রের সঙ্গে ‘বাণিজ্যযুদ্ধে’ ভারতকে পাশে চায় চীন

যুক্তরাষ্ট্রের ‘অপমানজনক’ রপ্তানি শুল্কের বিরুদ্ধে ইতোমধ্যে ‘বাণিজ্যযুদ্ধ’ ঘোষণা করেছে চীন। আর এ যুদ্ধে ভারতকে নিজেদের পাশে প্রত্যাশা করছে বিশ্বের দ্বিতীয় বৃহত্তম অর্থনীতির দেশটি।

ভারতে চীনা দূতাবাসের মুখপাত্র ইউ জিং গতকাল বুধবার সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে পোস্ট করা এক বার্তায় এ তথ্য জানিয়েছেন। বার্তায় ইউ জিং বলেন, “চীনের অর্থনীতি ধারাবাহিক ও ইতিবাচকভাবে বড় হচ্ছে এবং দীর্ঘ দিন ধরে চীনের শিল্পখাতের উৎপাদন পুরোপুরি সর্বাধুনিক প্রযুক্তিভিত্তিক। এছাড়া চীন অর্থনৈতিক বিশ্বায়ন এবং বহুপাক্ষিকতাবাদেরও দৃঢ় সমর্থক। বৈশ্বিক অর্থনীতির যে বার্ষিক প্রবৃদ্ধি, তার ৩০ শতাংশই আসে বিশ্ব বাণিজ্য সংস্থা নির্দেশিত বহুপাক্ষিক বাণিজ্যের মাধ্যমে।”

“চীন এবং ভারতের অর্থনৈতিক ও বাণিজ্যিক সম্পর্ক পরিপূরকতা এবং পারস্পরিক লাভেরও ওপর নির্ভরশীল। যুক্তরাষ্ট্রের এই অপমানজনক শুল্কনীতি, যা বিশ্বের বিভিন্ন দেশ, বিশেষ করে বিশ্বের দক্ষিণাঞ্চলীয় দেশগুলোকে উন্নত হওয়ার অধিকার থেকে বঞ্চিত করছে, তার বিরুদ্ধে বিশ্বের দুই বৃহত্তম উন্নয়নশীল দেশ চীন এবং ভারত একাট্টা হতে পারে এবং একসঙ্গে যাবতীয় বাধা অতিক্রম করতে পারে।”

গত ২ এপ্রিল হোয়াইট হাউসে দেওয়া এক ঘোষণায় যুক্তরাষ্ট্রের সঙ্গে বাণিজ্যিক সম্পর্ক আছে— এমন সব দেশের ওপর বর্ধিত রপ্তানি শুল্ক আরোপ করেন ট্রাম্প। সে সময় চীনের ৩৪ শতাংশ ও ভারতের ওপর ২৬ শতাংশ রপ্তানি শুল্ক আরোপ করা হয়েছিল।

শুল্ক আরোপের পর ভারত নিশ্চুপ থাকলেও পাল্টা পদক্ষেপ তার পরের দিনই মার্কিন পণ্যের ওপর শুল্ক বাড়িয়ে ৩৪ শতাংশে উন্নীত করে চীন। এতে ব্যাপক ক্ষুব্ধ ট্রাম্প গত ৮ এপ্রিল চীনের ওপর ধার্যকৃত শুল্ক ৫০ শতাংশ বাড়িয়ে দেন। পরের দিন চীনও মার্কিন পণ্যের ওপর আরোপিত শুল্ক ৫০ শতাংশ বৃদ্ধি করে।

 

বার্তাবাজার/এসএইচ

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *