সালাউদ্দিন কাদের চৌধুরীর বিরুদ্ধে মানবতাবিরোধী মামলায় মিথ্যা সাক্ষ্যদাতা আটক

১৯৭১ সালের মানবতাবিরোধী মামলায় ফাঁসি হওয়া বিএনপির স্থায়ী কমিটির সদস্য ও সাবেক মন্ত্রী মরহুম সালাউদ্দিন কাদের চৌধুরীর বিরুদ্ধে মিথ্যা সাক্ষ্যদাতা রাঙ্গুনিয়ার নুরুল আবছারকে আত্মগোপনে থাকা অবস্থায় কক্সবাজারের রামু উপজেলার কাউয়ারখোপ ইউনিয়ন থেকে আটক করে পুলিশকে সোপর্দ করেছে এলাকাবাসী।

জানা যায়, নুরুল আবছার উপজেলার কাউয়ারখোপ ইউনিয়নের ৬ নম্বর ওয়ার্ড এলাকার ফরিদ নামের এক ব্যক্তির বাড়িতে আত্মগোপনে ছিলেন ।

কাউয়ারখোপ ইউনিয়ন বিএনপির আহবায়ক এনামুল হক বলেন, “স্থানীদের কাছ থেকে খবর পেয়ে এলাকাবাসীদের নিয়ে বাড়ি ঘেরাও করে তাকে আটক করে রামু থানায় সোপর্দ করি।” তিনি চট্টগ্রাম জেলার রাঙ্গুনিয়া উপজেলার চন্দনপুরা এলাকার মৃত কাজী মো: জাবেদের ছেলে স্বীকার করেছেন। সেই সাথে তিনি সালাউদ্দিন কাদের চৌধুরীর মামলার ১০ নং মিথ্যা সাক্ষ্যদাতা হিসেবেও স্বীকার করেন।

এ বিষয়ে রামু থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ( ওসি) ইমন কান্তি চৌধুরী বলেন, “রাঙ্গুনিয়া থানায় তার বিরুদ্ধে মামলার খোঁজ খবর নিচ্ছি। তদন্ত সাপেক্ষে তার বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

 

বার্তাবাজার/এসএইচ

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *