এনসিপির সঙ্গে জামায়াতের আত্মার সম্পর্ক : সাইফুল আলম

জামায়াতের কেন্দ্রীয় নির্বাহী পরিষদ সদস্য সাইফুল আলম খান মিলন এক সাক্ষাৎকারে এনসিপির সাথে জোট গঠনের প্রক্রিয়া ও সম্পর্ক নিয়ে গুরুত্বপূর্ণ বক্তব্য দিয়েছেন। তিনি বলেন, “এনসিপির সাথে জোটের বিষয়টি এখনও প্রাথমিক পর্যায়ে রয়েছে। যারা এই প্রক্রিয়া এগিয়ে নিচ্ছেন, তাদের সাথে আমাদের আতুর ঘর থেকেই পরিচয়।”

মিলন এনসিপির নেতাদের সাথে দীর্ঘদিনের সম্পর্কের কথা উল্লেখ করে বলেন, “সারজি হাসানাত আব্দুল কাদের, নাহিদসহ অন্যান্য নেতাদের সাথে আমাদের গভীর বন্ধুত্বপূর্ণ সম্পর্ক রয়েছে। আমরা একসাথে আন্দোলন করেছি, দিন-রাত একত্রে কাজ করেছি, দুর্যোগেও পাশে থেকেছি। এটা শুধু রাজনৈতিক সম্পর্ক নয়, আত্মার সম্পর্ক।”

নতুন রাজনৈতিক শক্তি হিসেবে এনসিপিকে স্বাগত জানিয়ে তিনি বলেন, “দেশে একটি নতুন দল গঠনের উদ্যোগকে আমরা ইতিবাচকভাবে দেখি। তরুণদের রক্ত ও শক্তির প্রয়োজন রয়েছে রাজনীতিতে। আমরা তাদেরকে স্বাগত জানাই এবং তাদের সাথে আমাদের সুসম্পর্ক বিদ্যমান।”

তবে জোট গঠনের বিষয়ে তিনি স্পষ্ট করেন, “এটি এখনও আলোচনার পর্যায়ে রয়েছে। সময়ই বলে দেবে কে কার সাথে জোট বাঁধবে। সরকার গঠনের সামর্থ্য প্রসঙ্গে মিলন দাবি করেন, “আমাদের দলের ইতিহাসে কখনও ক্ষমতায় গিয়ে শুধু ভাগ্য পরিবর্তনের চেষ্টা করা হয়নি। দেশবাসী আমাদের অতীত কর্মকাণ্ডের মূল্যায়ন করবে বলে আমরা আশাবাদী।”

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *