ভালুকায় তোফাজ্জল হত্যা মামলায় যুবলীগ নেতা শাহাব উদ্দিন গ্রেপ্তার

বৈষম্যবিরোধী আন্দোলনে তোফাজ্জল হত্যার ঘটনায় ভালুকা মডেল থানায় দায়ের হওয়া হত্যা মামলার আসামী মো. শাহাব উদ্দিনকে (৪২) গ্রেপ্তার করেছে ভালুকা মডেল থানা পুলিশ। শাহাব উদ্দিন উপজেলার হাজির বাজার এলাকার আইনুদ্দিন শেখের ছেলে এবং মল্লিকবাড়ী ইউনিয়ন ৯নং ওয়ার্ড যুবলীগের যুগ্ম সাধারণ সম্পাদক।

জানা যায়, মডেল থানা পুলিশ গত বুধবার (০৯ এপ্রিল) রাতে নিজ এলাকা থেকে তাকে গ্রেপ্তার করে। পরে গত বৃহষ্পতিবার দুপরে (১০ এপ্রিল) তাকে আদালতে পাঠানো হয়েছে। আসামি শাহাব উদ্দিন হাসিনা সরকারের আমলে জমি দখল, চাদাঁবাজি সহ বিভিন্ন অপরাধমূল কর্মকান্ডের সাথে জড়িত ছিল। তার বিরুদ্ধে তোফাজ্জল হত্যা মামলা ছাড়াও একাধিক অভিযোগ রয়েছে। ভালুকা মডেল থানার সেকেন্ড অফিসার আমিনুল ইসলাম জানান, গ্রেপ্তারকৃত শাহাব উদ্দিনকে আদালতে পাঠানো হয়েছে।

গত ৪আগষ্ট বৈষম্যবিরোধী ছাত্র-জনতার আন্দোলনে উপজেলার মাস্টারবাড়ী এলাকায় তোফাজ্জল হোসেন নামে এক নির্মাণ শ্রমিক নিহত হয়। পরে তোফাজ্জল হত্যার ঘটনায় গত ২১ মার্চ ভালুকা মডেল থানায় সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা সহ উল্লেখি ২৪৫জন ও অজ্ঞাত ১৫০জনের নামে একটি হত্যা মামলা দায়ের করা হয়। সে মামলায় ১১৫নং আসামি মামলা নং-৩৬।

 

বার্তাবাজার/এসএইচ

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *