সিরাজগঞ্জে যত্রতত্র বাস দাঁড় করানোর অভিযোগে, জরিমানা ১৬ হাজার

সিরাজগঞ্জ শহরের বাজার স্টেশন এলাকায় যাত্রী ওঠানামা ও যত্রতত্র বাস দাঁড় করানোর অভিযোগে চারটি পরিবহন কাউন্টারকে মোট ১৬ হাজার টাকা জরিমানা করেছে মোবাইল কোর্ট।

শুক্রবার (১১ এপ্রিল) দুপুরে জেলা প্রশাসনের পক্ষে সিরাজগঞ্জ সদর উপজেলার সহকারী কমিশনার (ভূমি) আফিফান নজমু ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট মোঃ রুহুল আমিনের নেতৃত্বে এই অভিযান পরিচালিত হয়।

অভিযানে এসআই, সেবা লাইন, অভি ও এস ট্রাভেলস পরিবহনকে সড়ক পরিবহন আইন ২০১৮ অনুযায়ী জরিমানা করা হয়। এর মধ্যে অভি ও এসআই পরিবহনকে ৩ হাজার টাকা করে মোট ৬ হাজার টাকা এবং সেবা লাইন ও এস ট্রাভেলসকে ৫ হাজার টাকা করে মোট ১০ হাজার টাকা জরিমানা করা হয়।

সহকারী কমিশনার আফিফান নজমু বলেন, সিরাজগঞ্জ বাজার স্টেশন এলাকায় যানজট নিয়ন্ত্রণে রাখতে মোবাইল কোর্ট অভিযান অব্যাহত থাকবে।

 

বার্তাবাজার/এসএইচ

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *