ভালুকায় ফিলিস্তিনে ইসরায়েলি নৃশংস গণহত্যার প্রতিবাদে গণমিছিল

ময়মনসিংহের ভালুকায় বর্বর ইসরায়েলি গণহত্যা বন্ধ ও স্বাধীন ফিলিস্তিন প্রতিষ্ঠার দাবিতে গণমিছিল অনুষ্ঠিত হয়েছে।

১১ এপ্রিল (শুক্রবার) জুমার নামাজের পর সিডষ্টোর বাজার কেন্দ্রীয় জামে মসজিদ ও সর্বস্তরের তৌহিদী জনতার ব্যনারে ওই মিছিলটি ঢাকা ময়মনসিংহ মহাসড়ক প্রদক্ষিণ করে পুনরায় মিছিলটি মসজিদের সামনে এসে মোনাজাতের মাধ্যমে শেষ হয়। দোয়া ও মোনাজাত পরিচালনা করেন সিডষ্টোর বাজার কেন্দ্রীয় জামে মসজিদের ইমাম ও খতিব মুফতি ইয়াহিয়া সুতারপুরী।

এ সময় উপস্থিত ছিলেন, মুফতি হাবীব জিহাদী , মাওলানা মাহমুদুল রহমান নোমানী, মাওলানা মাহমুদুল হাসান, মুফতি এমদাদুল হক, মুফতি আব্দুল মালেক, মাওলানা শফি উদ্দিন হাশেমী। এ ছাড়াও মমিনুল ইসলাম মোল্লা,মোহাম্মদ উল্লাহ আলম,আবু রায়হান রাসেল,ফয়সাল আহমেদ,সাকিব হাসান, কাউছার, নজরুল ইসলাম নাবিল, হাফেজ আবু দার্দা, ইফাত প্রমুখ উপস্থিত ছিলেন।

মিছিলটিতে বিভিন্ন ধর্মীয় প্রতিষ্ঠানের শিক্ষক-শিক্ষার্থী, সামাজিক সংগঠনের প্রতিনিধি, স্থানীয় মুসল্লি ও সাধারণ মানুষ স্বতঃস্ফূর্তভাবে অংশগ্রহণ করেন। মিছিলে তৌহিদী জনতাগণ ইসরারেলি পণ্য বয়কটের আহবান জানান।

 

বার্তাবাজার/এসএইচ

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *