রেলপথে আধুনিকায়নের উদ্যোগ নিয়েছে সরকার: রেল উপদেষ্টা

রেল যোগাযোগকে আধুনিক ও কার্যকর করে গড়ে তুলতে সরকার নানা পদক্ষেপ নিচ্ছে বলে জানিয়েছেন, রেলপথ উপদেষ্টা মো. ফাউজুল কবির খান।

বৃহস্পতিবার সকালে চট্টগ্রামের পাহাড়তলী রেলওয়ের পূর্বাঞ্চলের ওয়াগন মেরামত কারখানা ও ডিজেল ওয়ার্কশপ পরিদর্শন শেষে তিনি সাংবাদিকদের সঙ্গে আলাপকালে এ তথ্য জানান। রেল উপদেষ্টা বলেন, “আগামী দিনে সরকার বিভিন্ন দেশ থেকে রেলের জন্য পার্টস, কোচ ও ওয়াগন সংগ্রহ করবে। এর ফলে সময় ও ব্যয় উভয়ই কমবে।”

তিনি আরো বলেন, “রেল তার পুরনো ঐতিহ্য অনেকটাই হারিয়ে ফেলেছে। এই ঐতিহ্য পুনরুদ্ধারে সরকার ইতোমধ্যেই কাজ শুরু করেছে।” রেলের নিরাপত্তা বিষয়ে হুঁশিয়ারি উচ্চারণ করে ফাউজুল কোভিদ বলেন, “রেল ব্যবস্থার নিরাপত্তা বিঘ্নিতকারীদের আইনের আওতায় আনা হবে।”

 

বার্তাবাজার/এসএইচ

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *