মালয়েশিয়ায় ইমিগ্রেশন পুলিশের অভিযানে বাংলাদেশীসহ বিভিন্ন দেশের প্রায় ২৮৮ জন অবৈধ অভিবাসীকে গ্রেফতার করা হয়েছে। দেশটির কাজাং এলাকায় বৃহস্পতিবার (১০ এপ্রিল) রাতে হেন্তিয়ান কাজাং-এ অভিযান চালিয়ে অভিবাসন আইন লঙ্ঘনের অভিযোগে তাদের গ্রেফতার করা হয়।
গ্রেফতার আনডকুমেন্টেট অভিবাসীদের মধ্যে রয়েছে বাংলাদেশ, ইন্দোনেশিয়া, মিয়ানমার, ভিয়েতনাম, পাকিস্তান, নেপাল, ভারত, শ্রীলঙ্কা ও সুদানের নাগরিক। এর মধ্যে ২৪২ জন পুরুষ ও ৪৬ জন নারী রয়েছেন। তাদের বয়স ১৮ থেকে ৬০ বছর। এদিকে তাদের মধ্যে বাংলাদেশী কতজন রয়েছে তা জানায়নি অভিবাসন বিভাগ।
দেশটির জাতীয় নিবন্ধন বিভাগ এবং সিভিল ডিফেন্স ফোর্সের গতকাল সন্ধ্যা সাড়ে ৭টায় শুরু হওয়া যৌথ অভিযানে পাঁচ তলা বিশিষ্ট ছয়টি দোকানঘরের ব্লকে মোট ৭৮৫ জন বিদেশী ও ২৫০ জন স্থানীয়কে তল্লাশি করা হয়। যেখানে বিদেশী কর্মীদের জন্য বিভিন্ন ব্যবসায়িক প্রতিষ্ঠান ও বাসস্থান ছিল।
জানা গেছে, শনাক্তকরণের ডকুমেন্টস না থাকা, ভিসার শর্ত লঙ্ঘন, অতিরিক্ত সময় ধরে থাকা, অচেনা কার্ডধারী হওয়া এবং অভিবাসন আইন লঙ্ঘনকারীসহ অন্য অপরাধের অভিযোগে তাদের আটক করা হয়।
তাদের বিরুদ্ধে মালয়েশিয়ার অভিবাসন বিভাগ ১৯৫৯/৬৩ সালের ইমিগ্রেশন আইন, ১৯৬৬ সালের পাসপোর্ট আইন, ১৯৬৩ সালের ইমিগ্রেশন রেগুলেশন এবং ২০০৭ সালের ব্যক্তি পাচার ও অভিবাসী চোরাচালানবিরোধী আইনে তদন্তপূর্বক ব্যবস্থা নেয়া হবে বলে জানানো হয়েছে।
বার্তাবাজার/এসএইচ