বুধবার রাজধানীর বাংলা মোটরে জাতীয় নাগরিক পার্টির অস্থায়ী কেন্দ্রীয় কার্যালয়ে হেফাজতে ইসলামের সঙ্গে একটি বৈঠক অনুষ্ঠিত হয়। বৈঠকে উভয় পক্ষ আওয়ামী লীগকে ‘গণহত্যার দায়ে অভিযুক্ত’ দল হিসেবে চিহ্নিত করে এবং দলটিকে রাজনৈতিক ও সাংগঠনিকভাবে নিষিদ্ধ ঘোষণা ও সন্ত্রাসী সংগঠন হিসেবে বিবেচনার বিষয়ে ঐকমত্যে পৌঁছায়।
তবে বৈঠকে আসন্ন নির্বাচন নিয়ে কোনো আলোচনা হয়নি বলে জানিয়েছেন জাতীয় নাগরিক পার্টির যুগ্ম সদস্য সচিব তাহসিন রিয়াজ। তিনি বলেন, “এটা একটা গতানুগতিক বৈঠক ছিল। রাজনৈতিক দল হিসেবে আমরা বিভিন্ন সামাজিক প্ল্যাটফর্মের সঙ্গে বসতে পারি—এটিই ছিল সেই স্বাভাবিক কার্যক্রমের অংশ।”
তিনি আরও বলেন, “নির্বাচনের আলোচনা তখনই প্রাসঙ্গিক হবে যখন নির্বাচনী তফসিল ঘোষণা হবে বা সময় ঘনিয়ে আসবে। এখনই তা নিয়ে আলাপের প্রয়োজন নেই।” একটি বেসরকারি টেলিভিশনের টক শোতে আলোচনার সময় আওয়ামী লীগের সাবেক সংসদ সদস্য রুমিন ফারহানার বক্তব্যের জবাবে তাহসিন রিয়াজ বলেন, “উনি এখন আমাদের গলায় শেখ হাসিনার গলা শুনছেন। অথচ যখন তার দলের অভ্যন্তরীণ কলহ, চাঁদাবাজি আর লুটপাট চলছিল, তখন সেখানে তিনি শেখ হাসিনাকে খুঁজে পাননি—এটা খুবই দুর্ভাগ্যজনক।”
তিনি আরও প্রশ্ন তোলেন, আদালতের রায়ের গ্রহণযোগ্যতা নিয়ে সন্দেহ প্রকাশ করে রুমিন ফারহানার বক্তব্যের উদ্দেশ্য কী ছিল। “যদি রায় বিতর্কিত হয়, তাহলে ওই সময়ে আপনার দলের অবস্থান কী ছিল? কেন আপনার দল সরকার গঠন করতে সহযোগিতা করেছিল?”—এমন প্রশ্ন তোলেন তিনি।
তাহসিন রিয়াজ বলেন, “রাজনীতিতে ট্যাগিং, বাবল আর বাস্তবতা নিয়ে যারা কেবল নির্দিষ্ট দৃষ্টিভঙ্গিতে দেশকে দেখতে চান, তারা অনেক কিছু মিস করছেন। বর্তমান প্রজন্ম, বিশেষ করে জেনারেশন জেড (Gen Z), একের পর এক ইভেন্ট তৈরি করে, ট্রল করে তাদের প্রতিক্রিয়া জানাচ্ছে। এটা বুঝতে ভুল করলে রাজনীতির বাস্তব চিত্র বোঝা কঠিন হবে।”
বার্তাবাজার/এসএইচ