পুলিশের তল্লাশি কার্যক্রমের ভিতরেও সাভারে দুইটি বাসে ফের ছিনতাই

পুলিশের চলমান চেকপোস্ট এবং তল্লাশি কার্যক্রমের মধ্যে আবারও সাভারে চলন্ত বাসে ছিনতাইয়ের ঘটনা ঘটেছে। শুক্রবার (১১ এপ্রিল) বেলা ১২টার দিকে ঢাকা-আরিচা মহাসড়কের ব্যাংক টাউন এলাকা সংলগ্ন ব্রিজের ওপর ঢাকামুখী সাভার পরিবহনের (ঢাকা মেট্রো-ব ১৩-০৭০৬) একটি যাত্রীবাহী চলন্ত বাসে যাত্রীদের অস্ত্রের মুখে জিম্মি করে এই ছিনতাইয়ের ঘটনা ঘটে।

এঘটনায় একটি বাসের চালককে আটক করা হয়েছে।আটক সাভার পরিবহনের বাসের চালকের নাম মো: সজিব (৩০)। বাসে থাকা ছিনতাইয়ের শিকার স্থানীয় এক সাংবাদিক গণমাধ্যমকে জানান, আজ (শুক্রবার) বেলা ১২টার দিকে শ্যামলী যাওয়ার জন্য স্ত্রী ও বাচ্চাকে সাথে নিয়ে ব্যাংক টাউন থেকে বাসটিতে উঠি। ব্যাংক টাউন পার হয়ে পুলিশ টাউনের আগের ব্রিজের ওপর বাসটি উঠতেই বাসে আগে থেকেই অবস্থান করা তিন থেকে চারজন যুবক ছুরি হাতে বাসে থাকা নারী যাত্রীদের লক্ষ্য করে তাদের কাছে থাকা চেইন, স্বর্ণালংকার ছিনিয়ে নিয়ে যায়। এ সময় তারা আমার স্ত্রীর গলায় থাকা লকেটসহ একটি স্বর্ণের চেইনও ছিনিয়ে নেয়। পরবর্তীতে বাসটি গাবতলীতে আসার পর যাত্রীরা বাসের চালককে একটি কাউন্টারে নিয়ে গিয়ে আটকে রাখে। পরে তিনি সেখান থেকে চলে আসেন।

ছিনতাইয়ের অপর ঘটনাটি ঘটে শুক্রবার বেলা সাড়ে ১১টার দিকে ঢাকা-আরিচা মহাসড়কের সাভারের সিঅ্যান্ডবি এলাকায়।

ঘটনার প্রত্যক্ষদর্শী জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের ৫৩ ব্যাচের শিক্ষার্থী জান্নাতুল ফেরদৌস গণমাধ্যমকে জানান, আজ সকাল সাড়ে ১১ টার দিকে রেডিও কলোনি থেকে ক্যাম্পাসে ফেরার সময় সিএন্ডবি এর আগে রাজধানী পরিবহনের একটি বাসে হঠাৎ করে তিনজন ছিনতাইকারী ওঠেন। তিন জনের কাছেই চাকু ছিল। একজন ড্রাইভারকে চাকু দেখিয়ে বাস থামায়, বাকি দুইজন যাত্রীদের চাকু দেখিয়ে ভয় দেখাতে থাকে। তাদের মুখ সম্পূর্ণ খোলা ছিল। আমার পাশে বসা নারীর গলা থেকে চেইন ছিনিয়ে নিয়ে যায়। পিছনে বসা আরেকজন নারীর গলার চেইনও ছিনিয়ে নিয়ে পালিয়ে যায় তারা। তিনি বলেন আমাদের দিনের বেলাতেও কোথাও যাওয়া নিরাপদ নয়।

এবিষয়ে যোগাযোগ করলে সাভার মডেল থানার ওসি মো: জুয়েল মিয়া জানান, এমন কোনো সংবাদ আমি এখনও পাইনি। সেখানে তো আমাদেরও অলরেডি একটি চেকপোস্ট রয়েছে। বিষয়টি আমি খোঁজখবর নিচ্ছি।

ঢাকা জেলার অতিরিক্ত পুলিশ সুপার (সাভার সার্কেল) শাহীনূর কবির বলেন, ‘আমি কিছুক্ষণ আগে ঘটনা শুনলাম। আমাদের ওখানে কিন্তু সব গুলো লোকাল বাসে চেকপোস্ট চলছে। তারপরও কিভাবে এই ঘটনা ঘটলো? বারবার আমরা ওই এলাকায় পোস্ট করছি। ওই এলাকার সবজায়গায় রেট দিচ্ছি, ধরাও হচ্ছে। তারপরও কেন বন্ধ করা যাচ্ছে না, বিষয়টা বোঝা যাচ্ছে না। এর মাঝে কোন ষড়যন্ত্র আছে কি না? আমরা যথেষ্ট গুরুত্ব দিয়ে বিষয়টি দেখছি।

প্রসঙ্গত, গত শুক্রবার বিকেলে ঢাকা-আরিচা মহাসড়কের একই স্থানে ইতিহাস পরিবহনের একটি বাসে ডাকাতরা দেশীয় অস্ত্রের মুখে যাত্রীদের স্বর্ণালংকার, নগদ টাকা ও মূল্যবান মালপত্র লুট করে নিয়ে যায়। এর আগে গত ২৪ মার্চ রাতে ঢাকা-আরিচা মহাসড়কের ব্যাংকটাউন ও রাজফুলবাড়িয়া এলাকার মাঝামাঝি স্থানে শুভযাত্রা পরিবহনের বাসে ডাকাতির ঘটনা ঘটে। এঘটনার আগে গত ২ মার্চ একই এলাকায় রাজধানী পরিবহনের একটি বাসের অন্তত ২০-২৫ জন যাত্রীর মূল্যবান জিনিসপত্রসহ নগদ টাকা ও মোবাইল ফোন লুট করে ডাকাতরা। এছাড়া গত ১৩ ফেব্রুয়ারি বিকেলে একই এলাকায় বৈশাখী পরিবহনের একটি বাসে যাত্রীদের মারধর ও ভয় দেখিয়ে নগদ টাকা, স্বর্ণালঙ্কার ও বেশ কয়েকটি মোবাইল ফোন লুট করে নিয়ে যায় ডাকাত দলের সদস্যরা।

আরও উল্লেখ্য, উল্লেখ্য, সম্প্রতি সাভারের মহাসড়ক ও চলন্ত বাসে ছিনতাই প্রতিরোধে ঢাকা-আরিচা মহাসড়কের বিভিন্ন গুরুত্বপূর্ণ পয়েন্টে, বিশেষ করে ব্যাংক টাউন এলাকাসহ ছিনতাইপ্রবণ যে-সব এলাকা রয়েছে, সেসব স্থানে বিশেষ চেকপোস্ট কার্যক্রম পরিচালনা করছে ঢাকা জেলা পুলিশ। আর এরই ভিতরে প্রকাশ্য দিবালোকে বাসে ছিনতাইয়ের ঘটনায় গভীর উদ্বেগ প্রকাশ করেছে সাভারবাসী।

 

বার্তাবাজার/এসএইচ

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *