ফিলিস্তিনিদের স্বার্থের সব কর্মকাণ্ডে সক্রিয় থাকবো : জিএম কাদের

ফিলিস্তিনিদের পাশে দাঁড়ানো সরকারের দায়িত্ব উল্লেখ করে জাতীয় পার্টির চেয়ারম্যান গোলাম মোহাম্মদ (জিএম) কাদের বলেছেন, ফিলিস্তিনিদের স্বার্থে আমাদের কী করতে হবে, তা সরকার ঠিক করে দিক। আমরা ফিলিস্তিনিদের স্বার্থের সব কর্মকাণ্ডে সক্রিয় থাকবো। আমরা চাই, ফিলিস্তিনিরা মানুষ হিসেবে বাঁচার অধিকার পাক।

শুক্রবার (১১ এপ্রিল) বিকেলে রাজধানীর কাকরাইলে জাতীয় পার্টির কেন্দ্রীয় কার্যালয়ের সামনে আয়োজিত এক সমাবেশে এসব কথা বলেন তিনি। সমাবেশটি আয়োজন করা হয় ফিলিস্তিনি জনগণের প্রতি সংহতি প্রকাশ ও ইসরায়েলের বর্বর হামলার প্রতিবাদে। এ সময় আগামী রোববার সারাদেশে বিক্ষোভ কর্মসূচিরও ঘোষণা দেয় জাতীয় পার্টি।

জিএম কাদের বলেন, ইসরায়েল ফিলিস্তিনে যে বর্বর হত্যাযজ্ঞ চালাচ্ছে, আমরা তার তীব্র প্রতিবাদ জানাই। ফুটফুটে শিশুদের টার্গেট করে হত্যা করা হচ্ছে-বিশ্ব বিবেক কীভাবে চুপ থাকতে পারে? আমাদের মনুষ্যত্ব কি হারিয়ে গেছে? ফিলিস্তিনিদের সকল ন্যায্য দাবির প্রতি আমাদের সমর্থন থাকবে।

দেশের অভ্যন্তরীণ পরিস্থিতি নিয়েও সমালোচনা করেন জিএম কাদের। তিনি বলেন, বর্তমান সরকারের আমলে বহু মানুষ নতুন করে বেকার হয়েছে। বেকার ও ক্ষুধার্তদের রাজনৈতিক স্বার্থে ব্যবহার করছে সরকারের ঘনিষ্ঠ মহল। তাদের দিয়ে মানুষকে ভয় দেখানো, হুমকি-ধামকি দেওয়া হচ্ছে। ফলে ফিলিস্তিন সমর্থনে আয়োজিত কিছু মিছিলে লুটপাট, ভাঙচুর ও আত্মসাতের মতো অপ্রীতিকর ঘটনা ঘটেছে। এভাবে ক্ষমতা প্রদর্শনের চেষ্টা করা হচ্ছে। কিন্তু আমরা এসব ভয়-ভীতি পরোয়া করি না।

তিনি আরও বলেন, যারা দূরে আগুন লাগিয়ে ভাবছেন নিজেরা নিরাপদ, তারা ভুল করছেন। এই আগুন একদিন তাদের ঘরেও লাগতে পারে। সাধারণ মানুষের ওপর যে অত্যাচার চলছে, তা অবশ্যই শেষ হবে। আমরা সব অন্যায় ও নিপীড়নের বিরুদ্ধে প্রতিবাদ করে যাব।

সমাবেশে আরও উপস্থিত ছিলেন, পার্টির মহাসচিব মো. মুজিবুল হক চুন্নু, প্রেসিডিয়াম সদস্য মীর আব্দুস সবুর আসুদ, সাইফুদ্দিন আহমেদ মিলন প্রমুখ।

 

বার্তাবাজার/এসএইচ

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *