অন্তর্বর্তী সরকার সফল এমন হাইপ তৈরি করা হচ্ছে: ডা. জাহেদ

প্রখ্যাত রাজনৈতিক বিশ্লেষক ডা. জাহেদ বলেছেন, বর্তমান অন্তর্বর্তী সরকার নিয়ে একধরনের ‘বালখিল্যতা’ করা হচ্ছে, যা দেশের গণতান্ত্রিক পরিবেশের জন্য মোটেই স্বাস্থ্যকর নয়। তিনি সম্প্রতি বাংলাভিশনের এক টক শোতে এ মন্তব্য করেন।

ডা. রহমান বলেন, “স্বয়ং ড. ইউনূসের প্রেস সচিব এমন পোস্ট শেয়ার করছেন যে অন্তর্বর্তী সরকার সফল, এমনকি তাদের ৫ বছর সময় দেওয়া উচিত।” তিনি এটিকে অযৌক্তিক ও উদ্দেশ্যপ্রণোদিত প্রচারণা হিসেবে উল্লেখ করেন। তিনি আরও বলেন, “একজন ধর্মগুরু মাহফিলে বলছেন, এই সরকার জীবিত থাকতে দেশে কোনোদিন নির্বাচন দিও না আল্লাহ। এ ধরনের আবেগী কথা সাধারণ মানুষ বললেও সেটা গ্রহণযোগ্য নয়। কিন্তু সরকারের ঘনিষ্ঠ মহল বা সমর্থকরা বললে সেটা স্পষ্ট দুরভিসন্ধির ইঙ্গিত বহন করে।”

টক শোতে তিনি অভিযোগ করেন, অন্তর্বর্তী সরকার কার্যত আগের হাসিনা সরকারের মেয়াদের সমান সময় ক্ষমতায় থাকতে যাচ্ছে। বিভিন্ন ঘটনার প্রেক্ষাপট বিশ্লেষণ করে তিনি বলেন, সরকারকে ‘সফল’ হিসেবে তুলে ধরার জন্য হাইপ তৈরি করা হচ্ছে। চীন সফরের প্রসঙ্গে ডা. রহমান মন্তব্য করেন, “চীন সফর থেকেও বাংলাদেশ বলার মতো কোনো বাস্তব অর্জন আনতে পারেনি। রোহিঙ্গা প্রত্যাবর্তনের ইস্যুটিও স্থবির হয়ে আছে।”

তিনি আরও বলেন, সম্প্রতি যুক্তরাষ্ট্র বাংলাদেশের উপর আরোপিত শুল্ক স্থগিত করলেও দেশের কিছু গণমাধ্যমে একে ড. ইউনূসের কৃতিত্ব হিসেবে তুলে ধরা হয়েছে, যেখানে বলা হয়েছে ‘ড. ইউনূসের কথা রেখেছেন ডোনাল্ড ট্রাম্প’। ডা. রহমান একে সম্পূর্ণ মিথ্যাচার এবং উদ্দেশ্যপ্রণোদিত ‘ডিসইনফরমেশন’ হিসেবে উল্লেখ করেন।

 

বার্তাবাজার/এসএইচ

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *