নির্বাচন কমিশনের নিরপেক্ষতা প্রশ্নবিদ্ধ হলে তাদের বিরুদ্ধে সুনির্দিষ্ট ব্যবস্থা নিতে হবে বলে মন্তব্য করেছেন বিএনপির প্রশিক্ষণ বিষয়ক সম্পাদক এবিএম মোশাররফ। সময় টিভির এক টক শোতে তিনি বলেন, “আমরা বারবার সংস্কারের কথা বলি, কিন্তু বাস্তবে কোনো কার্যকর উদ্যোগ দেখা যায় না।”
গণপরিষদের নতুন দাবি প্রসঙ্গে তিনি বলেন, “বাংলাদেশ কি ব্যর্থ রাষ্ট্র হয়ে গেছে যে আবার গণপরিষদ গঠনের প্রয়োজন পড়বে?” বর্তমান আন্দোলনরত দলগুলোর আচরণ নিয়েও তিনি প্রশ্ন তোলেন, “আপনারা জাতীয় সরকারের কথা না বলে আন্দোলনের নেতাদের উপদেষ্টা বানিয়ে ক্ষমতার ভাগ নিচ্ছেন।”
তিনি আরও বলেন, বিএনপি সবসময় বহুদলীয় গণতন্ত্রে বিশ্বাস করে। জাতীয় নাগরিক পার্টির আত্মপ্রকাশ করায় শুভেচ্ছা জানিয়ে মোশাররফ বলেন, “এটা বিএনপিরই অবদান।” একইসঙ্গে তিনি জিয়াউর রহমানের নেতৃত্বে বহুদলীয় গণতন্ত্রের সূচনা ও তার ধারাবাহিকতা বজায় থাকার কথাও স্মরণ করিয়ে দেন।
বার্তাবাজার/এসএইচ