ময়মনসিংহের ভালুকা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে যাওয়ার একমাত্র সড়কটির সংস্কার কাজ দীর্ঘদিন ধরে চলমান থাকায় চরম দুর্ভোগে পড়েছেন স্থানীয় বাসিন্দারা। সড়কের এক পাশ খনন করে কাজ চললেও বিকল্প হিসেবে রাখা হয়েছে মাত্র একটি সরু রাস্তা, যা দিয়ে কেবল সাইকেল ও মোটরসাইকেল চলাচল করতে পারছে। জরুরি প্রয়োজনে অ্যাম্বুলেন্স কিংবা অন্য কোনো যানবাহন চলাচল কার্যত অসম্ভব হয়ে পড়েছে।
এই সড়কটি ভালুকা উপজেলার গুরুত্বপূর্ণ সড়ক। সাতেঙ্গা, মেদুয়ারী, সোয়াইল, পানিভান্ডাসহ আশপাশের বেশ কয়েকটি এলাকার মানুষ প্রতিদিন এই সড়ক ব্যবহার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স, বিভিন্ন স্কুল-কলেজ, অফিস-আদালত ও কলকারখানায় যাতায়াত করে থাকেন। ফলে শিক্ষার্থী, কর্মজীবী মানুষ ও রোগীদের চলাচলে দেখা দিয়েছে ভয়াবহ দুর্ভোগ।
স্থানীয় কয়েকজন জানান, “শুধু হেঁটে যাওয়া যায়, কিন্তু কোনো গাড়ি চলতে পারে না। জরুরি প্রয়োজনে রোগী নিয়ে স্বাস্থ্য কমপ্লেক্সে পৌঁছানো দুষ্কর হয়ে গেছে।” বর্তমানে বৃষ্টি না থাকলেও রাস্তার অবস্থা অত্যন্ত নাজুক। দ্রুত কাজ শেষ না হলে বৃষ্টির সময় পরিস্থিতি আরও ভয়াবহ আকার ধারণ করবে—এমন শঙ্কা প্রকাশ করেছেন স্থানীয়রা। তারা অভিযোগ করেন, দীর্ঘদিন ধরে কাজ চললেও দৃশ্যমান অগ্রগতি নেই। দ্রুত সংস্কারকাজ শেষ করে রাস্তা যান চলাচলের উপযোগী করার দাবি জানিয়েছেন ভুক্তভোগীরা।
বার্তাবাজার/এসএইচ