নড়াইলে দুর্বৃত্তদের ছুরিকাঘাতে নিহত -১

নড়াইল সদর উপজেলায় দুর্বৃত্তদের ছুরিকাঘাতে মোশাররফ হোসেন মুসা (৪৫) নামের একজন নিহত হয়েছেন। শনিবার (১২ এপ্রিল) সকালে নড়াইল সদর উপজেলার নতুন বাস টার্মিনাল এলাকায় এ ঘটনা ঘটেছে। নিহত মুসা সদর উপজেলার দলিজিৎপুর গ্রামের বাসিন্দা।

নড়াইল সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. সাজেদুল ইসলাম বার্তা বাজারকে বিষয়টি নিশ্চিত করেছেন। পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, শনিবার সকালে নড়াইল সদর উপজেলার নতুন বাস টার্মিনাল এলাকায় ছুরিকাঘাতে আহত হয়ে পড়ে ছিলেন মোশাররফ হোসেন মুসা। পরে স্থানীয় লোকজন তাকে উদ্ধার করে নড়াইল সদর হাসপাতালে নিয়ে যায়। পরে

জুরুরী বিভাগের কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। তবে তাৎক্ষণিকভাবে কি ঘটনার জেরে তাকে ছুরিকাঘাত করা হয়েছে তা এখনো জানা যায়নি। এ বিষয়ে নড়াইল সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. সাজেদুল ইসলাম বার্তা বাজারকে বলেন, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। এঘটনায় পরবর্তী আইনি ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।

 

বার্তাবাজার/এসএইচ

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *