বাংলাদেশের সমাজতান্ত্রিক দলের (বাসদ) সাধারণ সম্পাদক বজলুর রশীদ ফিরোজ বলেছেন, বাংলাদেশের বান্দরবান, মিয়ানমারের রাখাইন এবং ভারতের মণিপুর ও মিজোরাম—অঞ্চলগুলো নিয়ে একটি খ্রিষ্টান রাষ্ট্র গঠনের ষড়যন্ত্র চলছে। ষড়যন্ত্রের অংশ হিসেবে কেউ যদি বাংলাদেশের ভেতরে মার্কিন স্বার্থ রক্ষায় অগ্রসর হয় কিংবা উদ্যোগ নেয়, তা হলে সেটি অত্যন্ত উদ্বেগজনক। এ বিষয়ে বাংলাদেশকে সতর্ক থাকতে হবে। কারণ, এমন একটি রাজ্য প্রতিষ্ঠা করা গেলে, তা দখলে নেবে যুক্তরাষ্ট্র। তারপর এ অঞ্চলে পূর্ণ নিয়ন্ত্রণ নেবে যুক্তরাষ্ট্র।
শুক্রবার (১১ এপ্রিল) জাতীয় প্রেসক্লাবের সামনে ফিলিস্তিনে গণহত্যা বন্ধের দাবিতে বাসদ আয়োজিত এক প্রতিবাদ সমাবেশে তিনি এসব মন্তব্য করেন।
বজলুর রশীদ বলেন, “ডোনাল্ড ট্রাম্প যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট হওয়ার পর থেকেই একের পর এক আগ্রাসী অবস্থান নিচ্ছেন। তিনি মেক্সিকো উপসাগরকে বলছেন ‘আমেরিকান গালফ’, গ্রিনল্যান্ডকে যুক্তরাষ্ট্রের সম্পত্তি বানানোর কথা বলেছেন এবং কানাডাকে যুক্তরাষ্ট্রে অন্তর্ভুক্ত হতে বলেছেন। একইভাবে এখন বাংলাদেশের দিকেও ষড়যন্ত্রের নজর পড়েছে। চীনের অর্থনৈতিক উত্থান ঠেকাতে রাখাইন, বান্দরবান, মণিপুর ও মিজোরাম নিয়ে একটি রাষ্ট্র গঠন করার প্রয়াস চলছে, যেখানে জাতিসংঘের শান্তিরক্ষী বাহিনী মোতায়েন করে আমেরিকা কর্তৃত্ব করতে পারবে।”
গাজায় ইসরায়েলি হামলার প্রসঙ্গে তিনি বলেন, “ইসরায়েল ও প্যালেস্টাইনের যুদ্ধ আসলে ইহুদি বনাম মুসলমান নয়। এটি সাম্রাজ্যবাদের বিরুদ্ধে স্বাধীনতাকামী মানুষের যুদ্ধ। তাই হিন্দু, মুসলিম, বৌদ্ধ, খ্রিষ্টান, ইহুদি—সব ধর্মের মানুষ এই হত্যাযজ্ঞের বিরুদ্ধে প্রতিবাদ করছে।”
মধ্যপ্রাচ্যের দেশগুলোর অবস্থানের প্রতি সমর্থন জানিয়ে তিনি বলেন, “তারা ঘোষণা দিয়েছে, প্যালেস্টাইনের বিরুদ্ধে কোনো যুদ্ধের জন্য তাদের আকাশ বা ভূমি ব্যবহার করতে দেওয়া হবে না। বাংলাদেশ সরকারকেও আহ্বান জানাই—বাংলাদেশের আকাশ, ভূমি ও জলপথ যেন প্যালেস্টাইনের বিরুদ্ধে যেকোনো যুদ্ধ বা গণহত্যায় ব্যবহৃত না হয়, তা স্পষ্টভাবে জানাতে হবে।” বজলুর রশীদ বলেন, “গণহত্যা, আগ্রাসন ও সাম্রাজ্যবাদের বিরুদ্ধে আমাদের অবস্থান স্পষ্ট এবং দৃঢ় হতে হবে।”
বার্তাবাজার/এসএইচ