যুক্তরাষ্ট্রের ওপর পাল্টা শুল্কারোপ করবে বাংলাদেশ!

যুক্তরাষ্ট্র থেকে তুলা আমদানিতে পাল্টা শুল্ক আরোপের প্রস্তাব দিয়েছেন বাংলাদেশ টেক্সটাইল মিলস অ্যাসোসিয়েশন (বিটিএমএ)–এর সভাপতি শওকত আজিজ রাসেল। তিনি বলেন, “আমি তোমার থেকে তুলা নিব, তুমি আমার থেকে কাপড় নাও।”

তিনি আরও বলেন, “এটা কিন্তু রেসিপ্রোকাল বেনিফিট। আমরা যুক্তরাষ্ট্রের সাথে কমিউনিকেট করতে পারি—কি করলে আমরা কী ধরনের বেনিফিট পেতে পারি। এখনই যদি আমরা কাজ না শুরু করি, তাহলে অদূর ভবিষ্যতে আমাদের জন্য বিপদের সম্ভাবনা রয়েছে।” তিনি উল্লেখ করেন, মাকিন যুক্তরাষ্ট্রের তুলার অন্যতম বড় ক্রেতা বাংলাদেশ। তবে সেখান থেকে তুলা আমদানির ক্ষেত্রে কিছু শর্ত যুক্ত করে দেওয়া উচিত। তুলা আমদানির বিপরীতে বাংলাদেশ কোটা নির্ধারণ করতে পারে কাপড় বা পোশাক রপ্তানিতে।

আজ দুপুরে গুলশানে ‘পাল্টা শুল্কারোপ এবং এলডিসি এর প্রভাব ও করণীয়’ বিষয়ক এক গোলটেবিল বৈঠকে এসব পরামর্শ উঠে আসে। বৈঠকটি আয়োজন করে বাংলাদেশ টেক্সটাইল মিলস অ্যাসোসিয়েশন (বিটিএমএ)।

 

বার্তাবাজার/এসএইচ

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *