ফিলিস্তিনের গাজা ভূখণ্ডে ইসরায়েলের অবরোধ ও অব্যাহত হামলায় এ পর্যন্ত প্রায় ৫১ হাজার ফিলিস্তিনি নিহত হয়েছেন। টানা ১৮ মাস ধরে চলা এই আগ্রাসন ও মানবিক সংকটের বিরুদ্ধে বিশ্বজুড়ে ইসরায়েলের প্রতি ক্ষোভ তীব্র হচ্ছে। এমন প্রেক্ষাপটে ইসরায়েলের সাবেক সেনাপ্রধান ড্যান হালুৎজ প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানিয়াহুকে “ইসরায়েলের শত্রু” বলে অভিহিত করে তার বিরুদ্ধে কঠোর পদক্ষেপের আহ্বান জানিয়েছেন।
সোমবার (১৪ এপ্রিল) রাতে আনাদোলু এজেন্সির প্রতিবেদনে বলা হয়, হালুৎজ ইসরায়েলি চ্যানেল ১২-কে দেওয়া সাক্ষাৎকারে নেতানিয়াহুকে “ইসরায়েলের নিরাপত্তার জন্য সরাসরি হুমকি” হিসেবে বর্ণনা করেন। তিনি বলেন, “একজন শত্রু, যার নাম বেঞ্জামিন নেতানিয়াহু, ইসরায়েলের নিরাপত্তাকে ঝুঁকিতে ফেলেছে। শত্রুকে দমন বা কারাগারে পাঠানো উচিত, তবে হত্যা করা উচিত নয়।”
হালুৎজের এই বক্তব্য নেতানিয়াহুর দল লিকুদের তীব্র নিন্দার সম্মুখীন হয়েছে। দলটি এক বিবৃতিতে এটিকে “গণতন্ত্রবিরোধী উস্কানি” আখ্যা দিয়ে বলেন, “সেনাবাহিনীর ইতিহাসের সবচেয়ে ব্যর্থ চিফ অব স্টাফ হালুৎজ প্রধানমন্ত্রীকে শত্রু বলে আখ্যায়িত করে তাকে কারাগারে পাঠানোর কথা বলেছেন। এটি মতপ্রকাশের স্বাধীনতা নয়, বরং চরমপন্থীদের উৎসাহিত করার অপচেষ্টা।”
এই বিতর্কের পটভূমি হলো গাজায় ইসরায়েলের দীর্ঘস্থায়ী সামরিক অভিযান, যা আন্তর্জাতিক সম্প্রদায়ের চাপে গত জানুয়ারিতে অস্থায়ী যুদ্ধবিরতিতে এলেও মার্চের তৃতীয় সপ্তাহ থেকে পুনরায় তীব্র হয়। হামাসের সঙ্গে আলোচনা ব্যর্থ হওয়ায় ইসরায়েল ফের গাজায় বিমান হামলা চালাচ্ছে। এদিকে, ইসরায়েলি সেনা ও সাবেক সেনাদের একটি বড় অংশ গাজায় আটক ইসরায়েলি বন্দিদের মুক্তি এবং যুদ্ধ বন্ধের দাবিতে সোচ্চার হচ্ছেন।
হালুৎজের বক্তব্য ইসরায়েলের অভ্যন্তরীণ রাজনীতিতে নতুন উত্তাপ যোগ করেছে, যেখানে নেতানিয়াহুর নীতির সমালোচনা দিন দিন বাড়ছে। আন্তর্জাতিক চাপ ও অভ্যন্তরীণ বিভক্তির মধ্যে ইসরায়েলের ভবিষ্যৎ কৌশল নিয়ে জটিলতা আরও গভীর হচ্ছে।
বার্তাবাজার/এসএইচ