দ্বিপাক্ষিক সম্পর্ক বাড়াতে আগ্রহী যুক্তরাজ্য, শুল্ক সুবিধা ২০২৯ পর্যন্ত: বাণিজ্য দূত উইন্টারটন

শুধু অতীতের ভিত্তি ধরে রাখা নয়, বরং ভবিষ্যতের সম্ভাবনাকে কাজে লাগিয়ে বাংলাদেশের সাথে দ্বিপাক্ষিক সম্পর্ক আরও বাড়াতে আগ্রহী যুক্তরাজ্য। সম্প্রতি ঢাকা সফরে এসে যমুনা টেলিভিশনকে দেয়া সাক্ষাৎকারে এমনটাই জানান বাংলাদেশে নিযুক্ত যুক্তরাজ্যের বাণিজ্য দূত রোজি উইন্টারটন।

তাঁর ইঙ্গিত, ইউকে এক্সপোর্ট ফান্ডের ২ বিলিয়ন পাউন্ড ব্রিটিশ কোম্পানিগুলোর মাধ্যমে বাংলাদেশে বিনিয়োগের সুযোগ রয়েছে। তবে তার আগে বাংলাদেশকে কমাতে হবে আমলাতান্ত্রিক জটিলতা।

এর আগে, বাংলাদেশে নিযুক্ত যুক্তরাজ্যের বাণিজ্য দূত রোজি উইন্টারটন যোগ দিয়েছিলেন এবারের বিনিয়োগ সম্মেলনে। বক্তব্য রেখেছেন উদ্বোধনী অনুষ্ঠানের মূল পর্বে। সম্মেলনের পর, যমুনা টেলিভিশনে সাথে যুক্ত হন একান্ত সাক্ষাৎকারে। এসময় রোহিঙ্গাদের আশ্রয়দান এবং শিক্ষার্থীদের প্রাণের বিনিময়ে স্বৈরাচারী শাসন ব্যবস্থার পতন ঘটানোকে বিস্ময়কর মনে করেন এ ব্রিটিশ দূত।

বাংলাদেশ ও যুক্তরাজ্যের মধ্যে দ্বিমুখী বাণিজ্যের অপার সুযোগ রয়েছে এমনটাও জানান উইন্টারটন। বলেন বাংলাদেশি পোশাক খাত প্রতিষ্ঠিত এবং ব্রিটিশ কোম্পানিগুলোর কাজের সুযোগ রয়েছে এখানে। এছাড়া জলবায়ু সংকট মোকাবেলা, এভিয়েশন, শিক্ষা ও প্রতিরক্ষা খাতে দ্বিপাক্ষিক কাজের সুযোগকে কাজে লাগাতে চান তিনি। তিনি আরও জানান ইউকে এক্সপোর্ট ফান্ডে ২ বিলিয়ন পাউন্ড আছে, যা ব্রিটিশ কোম্পানির বিনিয়োগে বাংলাদেশের জন্য সহায়ক হতে পারে। এছাড়া ২০২৬ সালে বাংলাদেশ স্বল্পোন্নত দেশ থেকে উত্তরণ ঘটলেও কম শুল্কহার সুবিধা ২০২৯ পর্যন্ত অব্যাহত রাখবে যুক্তরাজ্য বলেও জানান উইন্টারটন।

বিনিয়োগকারীরা স্থিতিশীলতা চান উল্লেখ করে ব্রিটিশ বাণিজ্য দূত বলেন, আইনশৃঙ্খলা নিয়ে অন্তর্বর্তী সরকারের নেয়া পদক্ষেপ বিনিয়োগকারীদের জন্য উৎসাহজনক, যা ব্রিটিশ বিনিয়োগকারীদের মধ্যে আস্থা বাড়াচ্ছে।

 

বার্তাবাজার/এসএইচ

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *