গত সপ্তাহে গাজার দক্ষিণাঞ্চল নিয়ে নেওয়ার দাবি করেছিল ইসরাইল। কিন্তু সেই অঞ্চল থেকেই একেরপর এক হামলা চালাচ্ছে হামাস। তাদের মতে মিথ্যাচার করছে ইসরাইল।
গাজায় নৃশংসতা চালালেও ভূখন্ডের নিয়ন্ত্রণ এখনো ফিলিস্তিনিদের হাতে। ইসরাইলি সেনারা রাফায় তাদের ঘাঁটি শক্ত করার চেষ্টা করছে। এবার সেই ঘাঁটিতে জোর হামলা চালাল হামাস। এই হামলায় বেশ কয়েকজন ইসরাইলি সেনা হতাহতের খবর জানা গেছে। তবে প্রকৃত সংখ্যা জানা যায়নি।
রাফার পূর্বাঞ্চলে আবু আল রুস এলাকায় ইসরাইলি সেনাদের একটি বিশেষ ইউনিটকে লক্ষ্য করে চালানো হয় এই হামলা। ইসরাইলি সেনাদের কাছে গোলাবারুদ পূর্ণ একটি ঘরে বিস্ফোরণ ঘটায় হামাস যোদ্ধারা। ব্যাপক বিস্ফোরণে আগুন ধরে যায় সেখানে। এই ইস্যুতে এখনো কোনো মন্তব্য করেনি ইসরাইল । অন্যদিকে ইসরাইলি সেনাবাহিনীর মুখপাত্র আভিজায় আত্রাই এক বিবৃতিতে বলেন, সেনাবাহিনীর ২৫২ তম ডিভিশন এখনো গাজার উত্তরাঞ্চলে অভিযান চালিয়ে যাচ্ছে। তার দাবি, হামাসের প্রায় দেড় কিলোমিটার দীর্ঘ এবং ২০ কিলোমিটার গভীর একটি সুড়ঙ্গ ধ্বংস করেছে আইডিএফ। যে সুড়ঙ্গের কাছেই একটি অস্ত্রের গুদাম পাওয়া যায়, যেখানে প্রায় ২০ টি ইম্প্রোভাইজড এক্সপ্লোসিভ ডিভাইস, একটি এন্টি ট্যাঙ্ক মিসাইল লঞ্চার এবং অন্যান্য যুদ্ধ সরঞ্জাম ছিল।
তিনি আরো বলেন, অভিযানের সময় একটি সামরিক ড্রোন দেখতে পায় যে কয়েকজন ব্যক্তি ইসরাইলি সেনাদের আশেপাশে একটি বিস্ফোরক বসানোর চেষ্টা করছে। এরপর ইসরাইলি বাহিনী তাদের লক্ষ করে হামলা চালায় এবং সেই যোদ্ধারা নিহত হয়েছে বলেও দাবি করেন তিনি।
বার্তাবাজার/এসএইচ