জামায়েতের আমিরকে কলিজার ভেতর থেকে ভালোবাসা বলে জানিয়েছেন, প্রবাসী সাংবাদিক ইলিয়াস হোসেন। রাতে দেওয়া এক ফেসবুক পোস্টের মাধ্যমে এ ভালোবাসার কথা জানান, ইলিয়াস হোসেন।
সাংবাদিক ইলিয়াস তার ফেসবুক পোস্টে বলেন, জামায়েতের আমিরকে কলিজার ভেতর থেকে ভালোবাসা রইলো, ঘুম থেকে উঠে মনটাই ভালো হয়ে গেছে। ঠিক কি কারণে ভালোবাসা জানালেন তা উল্লেখ করেননি সাংবাদিক ইলিয়াস।
তবে গতকাল জামায়াতের আমির, এক ফেসবুক পোস্টে জানিয়েছিলেন, প্রথম আলোর ঈদ শুভেচ্ছা কার্টুনে কুকুরের ছবি, এ কেমন অদ্ভূত আচরণ? প্রথম আলোর গত ৩০ মার্চের পত্রিকায় ঈদ শুভেচ্ছার কার্টুনে কুকুরের ছবি ব্যবহার করেছে।
পত্রিকাটা এর আগেও মহানবী (স.) কে অবমাননায় বায়তুল মোকাররমের খতিবের হাত ধরে প্রকাশ্যে ক্ষমা চান সম্পাদক মতিউর রহমান। তিনি আরও লিখেন, প্রত্রিকাটির মনোভাব ও দৃষ্টিভঙ্গি খুবই জঘন্য। প্রথম আলো ঈদের মতো একটি পবিত্র ইবাদাতকেও কটাক্ষ করতে দ্বিধা করে নাই। তা অবশ্যই প্রত্যাহার করতে হবে এবং জাতির কাছে ক্ষমা চাইতে হবে।
বার্তাবাজার/এসএইচ