এক-এগারোর মতো কোনো পরিস্থিতি তৈরির চেষ্টা করা হলে বিএনপি রাজপথে নেমে এর জবাব দেবে বলে হুঁশিয়ারি দিয়েছেন বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা জয়নুল আবদিন ফারুক।
আজ শনিবার সকালে ঢাকা রিপোর্টার্স ইউনিটিতে (ডিআরইউ) বাংলাদেশ গণতান্ত্রিক পার্টি আয়োজিত ‘অনির্বাচিত সরকার গণতন্ত্র, বিনিয়োগ ও উন্নয়নের বড় বাধা; জাতীয় সংসদ নির্বাচনের রোডম্যাপ’ ঘোষণা দাবিতে আয়োজিত আলোচনা সভায় তিনি এই মন্তব্য করেন।
তিনি বলেন, ‘সুষ্ঠু নির্বাচনের জন্য প্রয়োজনীয় সংস্কার শেষে সময়মতো নির্বাচন অনুষ্ঠানের দাবি বিএনপি দীর্ঘদিন ধরেই জানিয়ে আসছে। কিন্তু এখন সেই নির্বাচন নিয়ে তালবাহানা করা হচ্ছে—যা কোনোভাবেই গ্রহণযোগ্য নয়।’ জয়নুল আবদিন ফারুক বলেন, ‘জুলুম, অত্যাচার ও নিপীড়ন সহ্য করেও বিএনপি আজ টিকে আছে। বিএনপিকে জনবিচ্ছিন্ন করার যে চক্রান্ত চলছে, তা কোনোদিন সফল হবে না।’
বিএনপিকে মুক্তিযুদ্ধের দল হিসেবে উল্লেখ করে তিনি বলেন, ‘পুনরায় যদি মুক্তিযুদ্ধের বিরুদ্ধে কোনো ষড়যন্ত্র হয়, তাহলে জনগণকে সঙ্গে নিয়ে তা রুখে দেওয়া হবে।’ এ সময় বাজারে নিত্যপ্রয়োজনীয় জিনিসপত্রের দাম বৃদ্ধি নিয়ে হতাশা প্রকাশ করে তিনি বলেন, ‘সাধারণ মানুষ আজ নিত্যপণ্যের দাম বাড়ার ফলে চরম ভোগান্তিতে রয়েছে। সরকার এসব বিষয়ে সম্পূর্ণ ব্যর্থ।’
বার্তাবাজার/এসএইচ