ফয়জুল করীমকে মেয়র ঘোষণার দাবিতে বরিশালে গণমিছিল

বরিশাল সিটি করপোরেশন (বসিক) নির্বাচনের ফলাফল বাতিল করে ইসলামী আন্দোলন বাংলাদেশের নায়েবে আমির মুফতি সৈয়দ মুহাম্মদ ফয়জুল করীমকে বৈধ মেয়র হিসেবে ঘোষণা করার দাবিতে গণমিছিল অনুষ্ঠিত হয়েছে।

শনিবার (১৯ এপ্রিল) বেলা ১১টার দিকে নগরীর অশ্বিনী কুমার টাউন হলের সামনে সর্বস্তরের ছাত্র ও যুব সমাজের ব্যানারে ঘণ্টাব্যাপী মানববন্ধন শেষে এই গণমিছিল বের করা হয়। এতে বিভিন্ন শ্রেণি ও পেশার মানুষ অংশগ্রহণ করেন।

মানববন্ধনে বক্তারা বলেন, ২০২৩ সালের বরিশাল সিটি করপোরেশন নির্বাচনে ‘হাতপাখা’ প্রতীকের প্রার্থী মুফতি ফয়জুল করীম প্রকৃত বিজয়ী হয়েছিলেন। কিন্তু আওয়ামী লীগের সন্ত্রাসী বাহিনী ও প্রশাসনের সরাসরি সহযোগিতায় ভোট ডাকাতি ও কারচুপির মাধ্যমে তাকে জোরপূর্বক পরাজিত দেখানো হয়েছে।

তারা আরও বলেন, নির্বাচন কমিশন নিরপেক্ষ ভূমিকা পালন না করে ক্ষমতাসীন দলের পক্ষে পক্ষপাতিত্ব করেছে। ভোটের দিন একাধিক কেন্দ্র দখল, হামলা, ভীতি প্রদর্শন ও জালিয়াতির ঘটনা ঘটে। এসব কারণেই বরিশালের জনগণ প্রকৃত বিজয়ীকেই মেয়র হিসেবে দেখতে চায়।

সমাবেশে যুবনেতা রেজাউল করিম, আমান হোসেন রিয়াদ, ছাত্রনেতা গাজী রিদওয়ান, এফএম সালাউদ্দিন, বরিশাল বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী ইব্রাহীম, মেহেদী হাসান, বিএম কলেজের শিক্ষার্থী হান্নান উদ্দিন শাকিল, হাসিবুল হাসান শান্ত, হাবিবুল্লাহ রনি এবং বরিশাল পলিটেকনিক ইনস্টিটিউটের ছাত্র জহিরুল ইসলাম জিহাদসহ অনেকে বক্তব্য রাখেন।

সমাবেশ শেষে এক বিশাল গণমিছিল নগরীর প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে।

উল্লেখ্য, গত ১৭ এপ্রিল বরিশাল সদর সিনিয়র সহকারী জজ আদালত ও সিটি নির্বাচনী ট্রাইব্যুনালে একটি মামলা দায়ের করেন মুফতি ফয়জুল করীম। মামলায় তিনি সিটি নির্বাচনের ফলাফল বাতিল করে তাকে বৈধ বিজয়ী হিসেবে ঘোষণা করার আবেদন জানান। তার পক্ষে মামলাটি দাখিল করেন আইনজীবী শেখ আবদুল্লাহ নাসির।

এসএফ

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *