ইয়াবা আনতেন জামাই, বিক্রি করতেন শ্বশুর

বাড়ির সামনেই ছোট একটা দোকান নিয়ে ব্যবসা করে আসছিলেন রইছ উদ্দিন (৬০)। আর মেয়ের জামাই অজ্ঞাতপরিচয় ব্যবসা করে ভালোই কামাই করছিলেন। এমন অবস্থায় প্রচার হয় দুজনই মাদক ব্যবসায় জড়িত। অবশেষে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের অভিযানে প্রায় ২ হাজার পিস ইয়াবা বড়িসহ দুজনকে আটক করা হয়।

আজ শনিবার সকালে ময়মনসিংহের গৌরীপুরের বোকাইনগর ইউনিয়নের টাঙাটিপাড়ার নিজ বাড়ি থেকে তাদের আটক করা হয়েছে। জানা যায়, ওই গ্রামের মো. রইছ উদ্দিন তার মেয়েকে বিয়ে দেন একই বাড়ির আব্দুল কুদ্দুছের ছেলে সজিব আহম্মেদের (৩২) কাছে। নিজেদের সহায়-সম্বল বলতে কিছুই নেই। এই অবস্থায় অল্প দিনের মধ্যে জামাই সজিবের কর্মতৎপরতায় দৃশ্যমান পরিবর্তন ঘটতে থাকে।

যা এলাকবাসীর দৃষ্টিগোচর হতে থাকে। পরে জানা যায় জামাই সজিব মাদক ব্যবসায় জড়িত রয়েছেন। বেশ কয়েকবার বাধা দিলেও কোনো কাজে আসে। থানা পুলিশ সাঁড়াশি অভিযান চালালে ছিল ধরাছোঁয়ার বাইরে। এর মধ্যে গোপন সংবাদের ভিক্তিতে ময়মনসিংহ মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের লোকজন অভিযান চালিয়ে এক হাজার ৮০০ পিস ইয়া বড়ি উদ্ধার করে।

জেলা কার্যালয়ের পরিদর্শক চন্দন গোপাল সুর জানান, গোপন সংবাদের ভিত্তিতে আজ শনিবার সকালে উপজেলার বোকাইনগর ইউনিয়নের টাঙাটিপাড়া এলাকায় অভিযান চালিয়ে সজিব আহমেদের শরীর ও ঘর তল্লাশি করে ১০টি ইয়াবার প্যাকেট উদ্ধার করা হয়েছে। ৮টি প্যাকেটে ২০০ করে ও ২টি প্যাকেটে ১০০ করে ইয়াবা ট্যাবলেট পাওয়া যায়। তার আনা ইয়াবা বড়ি নিজের শ্বশুর ছাড়াও এলাকার অনেককেই দিয়ে বিক্রি করাতেন।

মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের জেলা কার্যালয়ের পরিদর্শক কানিজ ফাতেমা জানান, এ ঘটনায় গৌরীপুর থানায় নিয়মিত মামলা হয়েছে। এ ব্যবসার সাথে আরো কারা জড়িত আছে, শনাক্ত করে তাদের বিরুদ্ধেও আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।

বার্তাবাজার/এসএইচ

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *