চট্টগ্রাম নগরের আকবর শাহ থানা এলাকায় এক লাগেজ গাজা উদ্ধার করেছে সড়কে যানবাহন সামলানোর দায়িত্বপালনকারী শিক্ষার্থীরা।
শুক্রবার (৯ আগস্ট) সন্ধ্যায় থানার সিটি গেট এলাকা থেকে নৌ-বাহিনীর সহায়তায় অভিযুক্ত ব্যক্তিকে আটক করা হয়।
পরবর্তীতে নৌ-বাহিনীর কর্মকর্তারাসহ আটক ব্যক্তি এবং মালামাল আকবর শাহ থানায় হস্তান্তর করা হয়। ওজন করে দেখা গেছে জব্দ করা লাগেজে ১০ কেজি গাজা ছিল।
সারা দেশে ৩৬১টি থানার কার্যক্রম চালু
চট্টগ্রাম নৌ-বাহিনীর এক কর্মকর্তা ঢাকা পোস্টকে জানান, সন্ধ্যায় আকবর শাহ থানার সিটি গেট এলাকায় নৌ-বাহিনীর লেফটেন্যান্ট কমান্ডার আফতাব উদ্দিনের নেতৃত্বে একটি সেকশন টহল কার্যক্রম পরিচালনা করছিল। এসময় শিক্ষার্থীরা তাদের খবর দেয় লাগেজভর্তি গাঁজাসহ এক ব্যক্তিকে তারা আটক করেছেন। অভিযুক্ত ব্যক্তি সন্দেহজনকভাবে লাগেজ নিয়ে চলাফেরা করায় শিক্ষার্থীরা তাকে আটকে দেয়।
তিনি জানান, আটক ব্যক্তিকে শিক্ষার্থীরাসহ আকবর শাহ থানায় নিয়ে যায় নৌ-বাহিনী। সেখানে কর্তব্যরত এক কর্মকর্তাকে জব্দকৃত গাঁজাসহ আটক ব্যক্তিকে হস্তান্তর করা হয়।
ছাত্র-জনতার অভ্যুত্থানে সোমবার (৫ আগস্ট) পদত্যাগ করে দেশ ছাড়েন সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা।