বাংলাদেশ জামায়াতে ইসলামের কেন্দ্রীয় সহকারী সেক্রেটারি জেনারেল ড. এ এইচ এম হামিদুর রহমান আযাদ বলেছেন, “যারা সংস্কার মানতে চায় না, যারা মনে করে সংস্কার সরকারের কাজ নয়—তারা প্রকৃতপক্ষে ফ্যাসিবাদের পুনর্বাসন করতে চায়। বাংলাদেশের মাটিতে কোনো নির্বাচন সংস্কার ছাড়া হবে না।”
বুধবার রাতে কক্সবাজারের মহেশখালী উপজেলার বড় মহেশখালী নতুন বাজার মাঠে বড় মহেশখালী ইউনিয়ন জামায়াত আয়োজিত ঈদ পুনর্মিলনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
অন্তর্বর্তীকালীন সরকারের প্রতি আহ্বান জানিয়ে ড. আযাদ বলেন, “মাজা শক্ত করে দাঁড়ান, জনগণ আপনাদের পাশে আছে। জনগণ চায় আগে বিচার ও সংস্কার, তারপর নির্বাচন। গত ১৫ বছর এবং ২৮ অক্টোবর থেকে ৫ আগস্ট পর্যন্ত যেসব হত্যাকাণ্ড হয়েছে, তার সবগুলোর বিচার করতে হবে।”
তিনি আরও বলেন, “সংবিধান ধ্বংস করা হয়েছে, নির্বাচনী ব্যবস্থা ভেঙে ফেলা হয়েছে, অর্থনীতি লুটপাটের শিকার হয়েছে, দুর্নীতি ও দুঃশাসন বাংলাদেশকে ধ্বংসের দ্বারপ্রান্তে ঠেলে দিয়েছে। এসবের সংস্কার করে তবেই নির্বাচনে যেতে হবে।”
অনুষ্ঠানে ইউনিয়ন জামায়াত সভাপতি জালাল উদ্দিনের সভাপতিত্বে আরও বক্তব্য দেন কক্সবাজার জেলা জামায়াতের সাবেক আমির মাওলানা মোস্তাফিজুর রহমান, জেলা সহকারী সেক্রেটারি অধ্যাপক আবু তাহের চৌধুরী, শামসুল আলম বাহাদুর, জেলা কর্মপরিষদ সদস্য মো. জাকের হোসাইন, অধ্যক্ষ জসিম উদ্দিন, অধ্যাপক জামাল হোসাইন, অ্যাডভোকেট ইব্রাহীম খলীল, অ্যাডভোকেট ফরিদুল আলম, মহেশখালী উপজেলা দক্ষিণের আমির মাষ্টার শামিম ইকবাল, উত্তরের আমির মাষ্টার নজরুল ইসলাম, নায়েবে আমির মাষ্টার আজিজুল হক, মাষ্টার আব্দুল মাজেদ, মাষ্টার আক্তার কামাল ও হুমায়ুন কবির আযাদ প্রমুখ।