অস্ট্রেলিয়ার প্রধানমন্ত্রীর বাংলা নববর্ষের শুভেচ্ছা

বাংলা নববর্ষ উপলক্ষে অস্ট্রেলিয়ার প্রধানমন্ত্রী অ্যান্থনি অ্যালবানিজ প্রবাসী বাঙালিদের জন্য বিশেষ শুভেচ্ছা বার্তা দিয়েছেন। তাঁর বার্তায় বলা হয়েছে, ‘পয়লা বৈশাখ বাঙালি সংস্কৃতির এক অনন্য উৎসব, যেখানে পরিবার ও বন্ধুরা মিলে নতুন বছরের শুভসূচনা করে।’

প্রধানমন্ত্রী তাঁর বার্তায় উল্লেখ করেন, ‘এটি কেবল উৎসবেরই নয়, আত্মচিন্তা ও নতুন স্বপ্ন বুননেরও সময়। শতাব্দীপ্রাচীন এই ঐতিহ্য বাঙালিকে একসূত্রে গেঁথেছে, সম্প্রীতির বন্ধনে আবদ্ধ করেছে। বৈচিত্র্যময় সংস্কৃতির মেলবন্ধনে গড়ে উঠেছে অস্ট্রেলিয়া। এখানকার বাঙালি সম্প্রদায় আমাদের জাতীয় জীবনের অপরিহার্য অংশ। আপনাদের অবদানের জন্য আমি কৃতজ্ঞ।’

উল্লেখ্য, অস্ট্রেলিয়ায় প্রায় এক লাখ বাঙালি বসবাস করেন। প্রতিবছর সিডনি, মেলবোর্নসহ বিভিন্ন শহরে বর্ণাঢ্য শোভাযাত্রা ও সাংস্কৃতিক অনুষ্ঠানের মাধ্যমে বাংলা নববর্ষ উদ্‌যাপন করা হয়।

 

বার্তাবাজার/এসএইচ

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *