কারিগরি ত্রুটির কারণে বন্ধ থাকার পর ভারতীয় আদানি গ্রুপের কয়লাভিত্তিক বিদ্যুৎকেন্দ্রের প্রথম ইউনিট থেকে পুনরায় বিদ্যুৎ সরবরাহ শুরু হয়েছে। শনিবার (১২ এপ্রিল) সন্ধ্যায় পাওয়ার গ্রিড বাংলাদেশ (পিজিসিবি) এক বার্তায় জানায়, আজ সন্ধ্যা ৬টা ১৫ মিনিটে আদানি বিদ্যুৎকেন্দ্রের প্রথম ইউনিট জাতীয় গ্রিডে পুনঃসংযুক্ত হয়েছে।
সন্ধ্যা ৭টায় গ্রিডে সরবরাহকৃত বিদ্যুতের পরিমাণ ছিল ৪৬ মেগাওয়াট, যা সময়ের সঙ্গে বাড়তে থাকবে বলেও জানানো হয়েছে।
এর আগে, কারিগরি ত্রুটির কারণে আদানি বিদ্যুৎকেন্দ্রের ৮০০ মেগাওয়াট ক্ষমতার দুটি ইউনিট থেকে বিদ্যুৎ সরবরাহ পুরোপুরি বন্ধ হয়ে গিয়েছিল। ফলে জাতীয় গ্রিডে চাপ বাড়ে এবং বিভিন্ন এলাকায় বিদ্যুৎ বিভ্রাটের ঘটনা ঘটে।
বার্তাবাজার/এসএইচ