আমার বাংলাদেশ (এবি) পার্টির সাধারণ সম্পাদক আসাদুজ্জামান ফুয়াদ বলেছেন, ‘বাংলাদেশের ইতিহাসে এতো জনসমর্থন নিয়ে এর আগে কোনও সরকার আবির্ভূত হয়নি। শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের তিন-সাড়ে তিন বছরের সরকার পরিচালনার পরে সবচেয়ে সফল সরকার হবে প্রফেসর ড. ইউনূসের। এটি সময়ের ওপর নির্ভর করবে। এই সরকার যদি ঐক্যমতের ভিত্তিতে ২-৩-৪ বছর থাকতে পারে, তাহলে আমাদের মাঝে সিঙ্গাপুর, মালয়েশিয়া হওয়ার যে আকাঙ্ক্ষা ছিল, সেই পথে অনেকটা এগিয়ে যাবে।’
বৃহস্পতিবার (৩ এপ্রিল) দুপুরে বরিশাল প্রেসক্লাবে ঈদ উপলক্ষে এবি পার্টির উদ্যোগে সাংবাদিক ও সুধীজনদের সঙ্গে মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। এবি পার্টির জেলা ও মহানগর কমিটির উদ্যোগে এ সভা অনুষ্ঠিত হয়।
আসাদুজ্জামান ফুয়াদ বলেন, ‘রাজনৈতিক দলগুলো গত ১৬-১৭ বছর ধরে বলে আসছে ভোট, নির্বাচন ও গণতন্ত্র চাই। আর তরুণদের আকাঙ্ক্ষা যেগুলো দেয়ালে দেয়ালে লেখা হয়েছে, সেখানে অবিলম্বে নির্বাচনের কথা বলা নেই। তরুণদের আকাঙ্ক্ষা ভিন্ন হলেও মর্যাদার জায়গায় দুটিই সমান। রাজনৈতিক দলের আকাঙ্ক্ষাগুলো যেমন ন্যায্য, তেমনি তরুণদের সংস্কারের দাবিগুলোও ন্যায্য।’
তিনি বলেন, ‘তফসিল ঘোষণার পর কী ধরনের জোট হচ্ছে, তা বোঝা যাবে। বিএনপির পক্ষ থেকে জাতীয় ঐক্যমতের সরকারের প্রস্তাবনা আছে। তাদের সঙ্গে আন্দোলনে যারা ছিলেন তাদের সঙ্গে নিয়ে জোট করার আলোচনা চলছে। ইসলামি দলগুলো জোট করার আলোচনায় রয়েছে। তবে এবি পার্টি কোন জোটে যাবে, তা এখনও সিদ্ধান্ত হয়নি। তবে ৩০০ আসনের মধ্যে ৩৫-৫০টিতে এবি পার্টি মনোনয়ন দেওয়ার চিন্তাভাবনা করছে। এটি নির্ভর করছে নির্বাচন কোন ফরম্যাটে হবে, তার ওপর। জোটবদ্ধ হলে প্রার্থী পরিবর্তন এবং আসন ছেড়ে দেওয়ার প্রয়োজন হতে পারে। সেই অংক এখনও চলছে। দল থেকে দুটি আসনে নির্বাচন করার তাগিদ রয়েছে আমার। সেক্ষেত্রে বরিশাল-৩ এবং ঢাকার একটি। তবে আমি বরিশাল-৩ আসনে প্রার্থী হতে চাই।’
মতবিনিময় সভায় বরিশাল প্রেসক্লাবের সাধারণ সম্পাদক এস এম জাকির হোসেন, জামায়াতে ইসলামী, জাতীয় নাগরিক পার্টি, বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের নেতারা উপস্থিত ছিলেন।