মাগুরায় শিশু ধর্ষণের মামলার বিচার কাজ আগামী এক মাসের মধ্যে শেষ হবে বলে মন্তব্য করেছেন মহিলা ও শিশু বিষয়ক উপদেষ্টা শারমীন এস মুরশিদ। আজ রবিবার সকালে ঈদের ছুটির পর প্রথম কার্যদিবসে তিনি এ কথা জানান।
তিনি বলেন, ‘এ ব্যাপারে আইন মন্ত্রণালয় কাজ করছে। মামলাটির বিচার নিয়ে সরকার বেশ আন্তরিক। মামলার বিচারকাজ দ্রুত শেষ করার ব্যাপারে মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রণালয় সার্বক্ষণিক নজর রাখছে। আইন মন্ত্রণালয় বিষয়টি আরও নির্দিষ্ট করে বলতে পারবে। তবে দ্রুত বিচারের জন্য আমরা চাপ অব্যাহত রেখেছি।’
এবারের ঈদ ভিন্ন ছিল উল্লেখ করে তিনি বলেন, ‘জুলাই-আগষ্টের আহত পরিবারগুলোর সঙ্গে ঈদ করেছি। একজন মানবাধিকার কর্মী হলেও এবার ১৮ কোটি মানুষের সঙ্গে ঈদ করেছি। যা বিশেষ তাৎপর্যপূর্ণ ছিল।’