এখন থেকে নাসার সঙ্গে তথ্য বিনিময় করতে পারবে বাংলাদেশ: বিডা চেয়ারম্যান

এখন থেকে নাসার (NASA) সঙ্গে তথ্য বিনিময়ের সুযোগ পাচ্ছে বাংলাদেশ। শান্তিপূর্ণ উদ্দেশ্যে মহাকাশ অনুসন্ধান এবং বিজ্ঞান ও শিক্ষাবিষয়ক কাজে বাংলাদেশ-নাসার এই সহযোগিতা নতুন দিগন্ত উন্মোচন করবে বলে মনে করছেন সংশ্লিষ্টরা।

মঙ্গলবার (৮ এপ্রিল) রাজধানীর হোটেল ইন্টারকন্টিনেন্টালে বিনিয়োগ সম্মেলনের দ্বিতীয় দিনের এক ব্রিফিংয়ে এ তথ্য জানান বিনিয়োগ উন্নয়ন কর্তৃপক্ষের (বিডা) নির্বাহী চেয়ারম্যান চৌধুরী আশিক মাহমুদ বিন হারুন। এদিন প্রতিরক্ষা মন্ত্রণালয় ও নাসার মধ্যে “নন-মিলিটারি স্পেস এক্সপ্লোরেশন” বিষয়ক একটি চুক্তিও সই হয়।

ব্রিফিংয়ে বিডা চেয়ারম্যান বলেন, “এখন থেকে বাংলাদেশ নাসার সঙ্গে তথ্য বিনিময় করতে পারবে। শান্তিপূর্ণ উদ্দেশ্যে মহাকাশ অনুসন্ধান এবং বিজ্ঞান ও শিক্ষা খাতে এর সুফল মিলবে।”

 

বার্তাবাজার/এসএইচ

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *