‘এত স্পিড কখনও পাইনি’, স্টারলিংকের প্রদর্শনীতে দর্শনার্থীদের ভিড়

স্টারলিংকের স্যাটেলাইটভিত্তিক ইন্টারনেট প্রযুক্তি সরাসরি ব্যবহার করার সুযোগ মিলেছে রাজধানী ঢাকায়।

বুধবার (৯ এপ্রিল) বাংলাদেশ ইনভেস্টমেন্ট সামিটে হোটেল ইন্টারকন্টিনেন্টালে বসানো হয় স্টারলিংকের সরঞ্জাম। যেখান থেকে সরাসরি উচ্চগতির ইন্টারনেট ব্যবহার করে অভিজ্ঞতা নেওয়ার সুযোগ পেয়েছেন দর্শনার্থীরা। বাংলাদেশ স্যাটেলাইট কোম্পানি লিমিটেড (বিএসসিএল) পরীক্ষামূলকভাবে এই সুযোগটি এনে দিয়েছে প্রযুক্তিপ্রেমীদের জন্য। যা ঘিরে সকাল থেকেই ভিড় দেখা গেছে ইন্টারনেটপ্রেমী দর্শনার্থীদের।

বাংলাদেশ স্যাটেলাইট কোম্পানি লিমিটেডের (বিএসসিএল) মুখপাত্র ওমর হায়দার বলেন, আজ বিডার অনুরোধে আমরা (বিএসসিএল) বাংলাদেশ ইনভেস্টমেন্ট সামিটে স্টারলিংক ইন্টারনেটের একটি ডেমো পরীক্ষামূলক পরিষেবা দেখিয়েছি। এখানে আসা দর্শনার্থীরা সরাসরি এটি পরীক্ষা করে দেখতে পেরেছেন। আগামীকালও এই প্রদর্শনী চালু থাকবে।

একঝলকেই মিলছে দুর্দান্ত গতি

স্টারলিংকের সংযোগে যুক্ত হয়ে দর্শনার্থীরা দেখছেন— চোখের পলকে লোড হচ্ছে ওয়েবসাইট, ঝকঝকে ভিডিও চলছে বাফারিং ছাড়াই। এক দর্শনার্থী বলেন, এত দ্রুতগতি সত্যিই চমকে দেয়। স্যাটেলাইট ইন্টারনেট যে এতটা কার্যকর হতে পারে, তা কল্পনাও করিনি।

নাহিদ সাব্বির নামের এক শিক্ষার্থী বলেন, এখানের ইন্টারনেট টেস্ট করে মনে হলো যেন স্বপ্ন দেখছি। এত স্পিড কখনও পাইনি। নাদিয়া জামান নামের আরেকজন বলেন, স্পেসএক্সের স্টারলিংক যে এভাবে আমাদের দেশে কাজ করছে, দেখে আমি অভিভূত। এটা আমাদের ভবিষ্যতের ইন্টারনেট ব্যবস্থাকে বদলে দেবে। আমাদের অফিস বা আর্থিক প্রতিষ্ঠানগুলো যদি এই প্রযুক্তি পায়, তাহলে কাজের গতি বহুগুণ বেড়ে যাবে বলে মনে হচ্ছে।

প্রসঙ্গত, স্টারলিংক মূলত লো-আর্থ অরবিট (LEO) স্যাটেলাইট ব্যবহার করে ইন্টারনেট সেবা দেয়। এর মাধ্যমে দুর্গম ও প্রান্তিক এলাকায়ও উচ্চগতির ইন্টারনেট সরবরাহ সম্ভব হয়। শিগগিরই বাংলাদেশে বাণিজ্যিকভাবে স্টারলিংকের কার্যক্রম চালুর বিষয়ে কার্যক্রম চলমান রয়েছে।

 

বার্তাবাজার/এসএইচ

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *