খাদ্য মূল্যস্ফিতি কমেছে , রেমিট্যান্স বৃদ্ধি , রপ্তানি বেড়েছে, সবমিলিয়ে আমরা আশাবাদী : বাংলাদেশ ব্যাংক গভর্নর

বাংলাদেশ ব্যাংকের গভর্নর ড. আহসান এইচ মনসুর জানিয়েছেন, দেশের অর্থনীতিতে ভারসাম্য ফিরিয়ে আনার ক্ষেত্রে সরকার ও বাংলাদেশ ব্যাংক যে প্রচেষ্টা চালিয়েছে, তাতে উল্লেখযোগ্য অগ্রগতি হয়েছে। তিনি বলেন, “আমরা মনে করেছি আমরা সেখানে সাফল্য অর্জন করেছি, পুরোপুরি হয়নি, তবে হবে আশা করি।”

তিনি জানান, দেশের ব্যালেন্স অব পেমেন্টে এখন আর কোনো ঘাটতি নেই। “বিশাল ঘাটতি ছিল, সেটা আমরা মিটিয়ে এনেছি। আমাদের রিজার্ভও এখন স্থিতিশীল এবং পর্যাপ্ত পরিমাণে রয়েছে,” বলেন গভর্নর। তিনি আরও বলেন, “আমাদের রপ্তানি বাড়ছে। বিভিন্ন রকমের গোলযোগ, আন্দোলন ইত্যাদি সত্ত্বেও রপ্তানি মুখ থুবড়ে পড়েনি। গত আট-নয় মাসের তথ্য বলছে এখনো রপ্তানি ডাবল ডিজিট প্রবৃদ্ধি দেখাচ্ছে।”

রেমিট্যান্স প্রসঙ্গে গভর্নর জানান, “রেমিট্যান্স প্রবাহ এখন আরও উৎসাহব্যঞ্জক। সেখানে আমরা ২৬-২৭ শতাংশ প্রবৃদ্ধি দেখছি গত নয় মাসে। এই ধারাবাহিকতা ভবিষ্যতেও বজায় থাকবে বলে আমরা আশাবাদী।” সবকিছু মিলিয়ে গভর্নর মনে করছেন, “আমরা এখন একটা স্বস্তির জায়গায় চলে এসেছি। আমি মনে করি না যে দেশে কোনো অর্থনৈতিক সংকট রয়েছে। আমরা একটি সুদৃঢ় অবস্থানে রয়েছি।”

মূল্যস্ফীতি নিয়ন্ত্রণ প্রসঙ্গে গভর্নর বলেন, “আমাদের প্রচেষ্টা চলমান, এবং তা আংশিকভাবে সফল হয়েছে। আগস্টে যখন নতুন তথ্য আসলো, তখন দেখা গেল আগস্ট থেকে সেপ্টেম্বরের মধ্যে মূল্যস্ফীতি ৯/১০% থেকে বেড়ে ১৪.৫% হয়েছে। তবে বর্তমানে এটা ৮% এর একটু বেশি।” তিনি যোগ করেন, “আমরা ৫/৬% এর মতো খাদ্য মূল্যস্ফীতি কমিয়ে ফেলেছি। নন-ফুড মূল্যস্ফীতি এখনো ততটা কমেনি। এটি আগে ১২.৫% ছিল, এখন কমে ৯.৫% এর মতো হয়েছে। সুতরাং এখনো প্রায় ৩% আছে, এবং আমরা আশা করি সামনে এটি আরও কমবে।”

গভর্নর ড. আহসান এইচ মনসুর বলেন, “খাদ্য মূল্যস্ফীতি কমেছে ৬%, রেমিট্যান্স প্রবৃদ্ধি ২৬%, রপ্তানি বেড়েছে, রিজার্ভও পর্যাপ্ত—সব মিলিয়ে আমরা আশাবাদী।”

 

বার্তাবাজার/এসএইচ

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *