গণতান্ত্রিক নাগরিক শক্তি নামে নতুন একটি রাজনৈতিক দলের আত্মপ্রকাশ ঘটেছে। শুক্রবার রাজধানীর জাতীয় প্রেস ক্লাবের জহুর হোসেন চৌধুরী হলে কাঙ্ক্ষিত বাংলাদেশ প্রতিষ্ঠার লক্ষ্যে আত্মপ্রকাশ অনুষ্ঠানের আয়োজন করা হয়।
সমাজ বদলের ইতিবাচক লক্ষ্য নিয়ে রাজনীতির কর্মকৌশল নিরূপণ করা কর্তব্য বলে মন্তব্য করেন নবগঠিত দলের চেয়ারম্যান ড. আব্দুল মালেক ফরাজী। লিখিত বক্তৃতায় নবগঠিত দলের চেয়ারম্যান বলেন, জুলাই বিপ্লবে দেশবাসী একটি নতুন রাষ্ট্র ব্যবস্থার তথা বিদেশ আধিপত্য মুক্ত, স্বৈরাচার মুক্ত, বৈষম্যহীন, সমৃদ্ধ, আইনের শাসন ও ন্যায়বিচারভিত্তিক গণতান্ত্রিক বাংলাদেশ প্রতিষ্ঠার সিদ্ধান্ত এবং রায় দিয়েছে। তিনি বলেন, যেখানে নাগরিক সার্বভৌমত্ব প্রতিষ্ঠিত হবে। নাগরিকদের মৌলিক অধিকার নিশ্চিত থাকবে।
মালেক ফরাজী বলেন, বাংলাদেশের আর্থ-সামাজিক অবস্থাসহ এসব বিষয় গভীর উপলব্ধিতে এনেই সমাজ বদলের ইতিবাচক লক্ষ্য নিয়ে রাজনীতির কর্মকৌশল নিরূপণ করা আমাদের কর্তব্য। তিনি বলেন, ‘গণতান্ত্রিক নাগরিক শক্তি’ হিংসা, বিদ্বেষ, উন্মাদনা ধ্বংসের রাজনীতির অবসান চাই।
এতে বক্তৃতা করেন- বাংলাদেশ লেবার পার্টির চেয়ারম্যান ডাক্তার মুস্তাফিজুর রহমান ইরান, গণআজাদী লীগের সভাপতি আতাউল্লাহ খান, এনসিপির কেন্দ্রীয় সদস্য হেলাল উদ্দিন প্রমুখ।
বার্তাবাজার/এসএইচ