চলন্ত ট্রেনের ছাদে টিকটক করার সময় ছিটকে পড়ে নিহত ২

ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়ায় চলন্ত ট্রেনের ছাদে টিকটক করার সময় ছিটকে পড়ে আব্দুল কাইয়ুম ও তারেক নামের দুই যুবক নিহত হয়েছেন। এ সময় আহত হয়েছেন আরও দুজন।

বুধবার(২ এপ্রিল) বেলা ১২টার দিকে উপজেলার মোগড়া ইউনিয়নের গঙ্গাসাগর ব্রীজ এলাকায় চট্রগ্রাম থেকে ছেড়ে আসা সিলেটগামী পাহাড়িকা এক্সপ্রেস ট্রেনে এই ঘটনা ঘটে।

আহতদের উদ্ধার করে হাসপাতালে পাঠানো হয়েছে। তবে, তাদের নাম পরিচয় জানাতে পারেনি পুলিশ।

নিহত কাইয়ুম কুমিল্লার দেবিদ্বার এলাকার করিম মিয়ার ছেলে এবং তারেক কসবার বাসিন্দা।

স্থানীয়রা জানায়, ট্রেনটি গঙ্গাসাগর ব্রীজ এলাকা অতিক্রম করার সময় ট্রেনের ছাদে ওই চার যুবক টিকটক করছিল। ব্রীজের ওপরে থাকা তারের সাথে জড়িয়ে ছিটকে ব্রীজের নিচে পড়ে যায়। এতে ঘটনাস্থলেই আব্দুল কাইয়ুম মারা যায়।

আহত তিনজনকে উদ্ধার করে হাসপাতালে নেওয়ার পথে তারেকও মারা যায়।

আখাউড়া রেলওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা জসিম উদ্দিন খন্দকার জানান, চট্রগ্রাম থেকে ছেড়ে আসা সিলেটগামী পাহাড়িকা এক্সপ্রেস ট্রেনের ছাদে করে চার বন্ধু সিলেট যাচ্ছিলেন। প্রত্যক্ষদর্শীরা জানিয়েছে, টিকটক করতে গিয়ে ওই চার যুবক ছিটকে পড়ে এ হতাহতের ঘটনা ঘটে। নিহতদের পরিবারকে খবর দেওয়া হয়েছে। এই ঘটনায় আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *