গাজীপুর সিটি করপোরেশনের সাবেক মেয়র জাহাঙ্গীর আলমের একটি ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়েছে। ভিডিওটিতে তাকে একটি কফিশপে আরও দুই ব্যক্তির সঙ্গে বসে আড্ডা দিতে দেখা যায়।
ভিডিওতে দেখা যায়, তিনি গালে হাত দিয়ে মনোযোগসহকারে কথা বলছেন এবং উপস্থিত অন্য দুই ব্যক্তিও ছিলেন কথোপকথনায় সম্পৃক্ত। ধারণা করা হচ্ছে, কফিশপটি ভারতের কলকাতার কোনো স্থানে অবস্থিত। যদিও ভিডিওটি কোথায় ধারণ করা হয়েছে।
ভিডিওটি ইতোমধ্যেই সামাজিক যোগাযোগমাধ্যমে বেশ আলোচনার জন্ম দিয়েছে।