ঢাকায় আসছেন পাকিস্তানের পররাষ্ট্র সচিব

আগামী ১৭ এপ্রিল ঢাকায় আসছেন পাকিস্তানের পররাষ্ট্র সচিব আমনা বেলোচ। এ সফরে তিনি বাংলাদেশের পররাষ্ট্র সচিব মো. জসিম উদ্দিনের সঙ্গে বৈঠক করবেন। মঙ্গলবার ঢাকায় নিযুক্ত পাকিস্তান হাইকমিশন বিষয়টি নিশ্চিত করে।

পাক হাইকমিশন সূত্র জানায়, পাকিস্তানের পররাষ্ট্র সচিবের এ সফর মূলত দ্বিপাক্ষিক সম্পর্ককে আরও বেগবান করার লক্ষ্যে। ফরেন সেক্রেটারি লেভেল কনসালটেশনের অংশ হিসেবে, দু’দেশের মধ্যে বাণিজ্যিক সম্পর্ক উন্নত করার বিষয়ে আলোচনা করা হবে। এটি দুই দেশের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি সফর। বৈঠকে, দুই দেশের মধ্যে দীর্ঘদিনের অমীমাংসিত বিভিন্ন বিষয় ও বাণিজ্য সংশ্লিষ্ট নানা ইস্যু নিয়ে আলোচনা হবে।

সূত্রটি আরও জানায়, এ সফরের মাধ্যমে বাংলাদেশ ও পাকিস্তানের মধ্যে অর্থনৈতিক সম্পর্ক উন্নয়নের নতুন সুযোগ তৈরি হবে। দীর্ঘ সময় পর এ ধরনের দ্বিপাক্ষিক রাজনৈতিক পরামর্শ অনুষ্ঠিত হচ্ছে বলেও জানানো হয়েছে হাইকমিশনের পক্ষ থেকে। এদিকে, বাংলাদেশের পররাষ্ট্র উপদেষ্টা মো. তৌহিদ হোসেন জানিয়েছেন, পাকিস্তানের উপপ্রধানমন্ত্রী ও পররাষ্ট্রমন্ত্রী ইসহাক দার চলতি মাসেই ঢাকা সফরে আসবেন। তিনি বলেন, তাঁর সফর নিশ্চিত হয়েছে এবং কয়েক দিনের মধ্যে সফরের তারিখ জানানো হবে।

পাকিস্তানি পররাষ্ট্রমন্ত্রীর সঙ্গে বৈঠকে আলোচনার বিষয় সম্পর্কে জানতে চাইলে তৌহিদ হোসেন বলেন, “আমরা দ্বিপাক্ষিক সম্পর্কের সব দিক নিয়েই আলোচনা করব।”

অন্যদিকে, বাংলাদেশ সরকার নিয়ন্ত্রিত সম্প্রচার মাধ্যম বিটিভি ও বাসসের সাথে পাকিস্তান সরকারি সম্প্রচার সংস্থা পিটিভি ও এপিপির সাথে সমঝোতা স্বারক সইয়ের আগ্রহ প্রকাশ করেছেন পাকিস্তান হাইকমিশনার। বুধবার, তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের উপদেষ্টা মো. মাহফুজ আলমের সঙ্গে বাংলাদেশে নিযুক্ত পাকিস্তানের হাইকমিশনার সৈয়দ আহমেদ মারুফ সাক্ষাৎ করেন। সাক্ষাৎকালে পাকিস্তানি হাইকমিশনার বাংলাদেশ টেলিভিশন (বিটিভি) ও পাকিস্তান টেলিভিশন (পিটিভি) এবং বাংলাদেশ সংবাদ সংস্থা (বাসস) ও অ্যাসোসিয়েটেড প্রেস অব পাকিস্তান (এপিপি)-এর মধ্যে সমঝোতা স্মারক সইয়ের কথা বলেন।

তথ্য উপদেষ্টা পাকিস্তান হাই কমিশনারের প্রস্তাব গ্রহণ করেন এবং দুদেশের সম্পর্ক উন্নয়নে কাজ করার আগ্রহ প্রকাশ করেন। উপদেষ্টা মাহফুজ আহমেদ বলেন, “পাকিস্তানে বাংলাদেশি চ্যানেল সম্প্রচারের ক্ষেত্রে পাকিস্তান সরকারের সহযোগিতায় একে অপরের পাশে থাকা প্রয়োজন। বাংলাদেশের ব্যাপারে জানার-বুঝার জন্য পরিবেশ তৈরী করতে হবে।”

তিনি আরও বলেন, “তথ্য ও সম্প্রচারের মাধ্যমে এক দেশের সঙ্গে অন্য দেশের সংস্কৃতির আদান-প্রদান করা সহ বিভিন্ন বিষয়ে বিশেষ করে সকল আপডেট থাকা যায়। যা উভয় দেশের জন্যই কল্যাণকর।” এ সময় পাকিস্তান হাইকমিশনের প্রেস কাউন্সিলর ফসিহ উল্লাহ ও তথ্য উপদেষ্টার একান্ত সচিব সৈয়দ এনামুল কবির উপস্থিত ছিলেন।

 

বার্তাবাজার/এসএইচ

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *