দু-এক বছরের মধ্যেই ১৫ হাজার লোকের কর্মসংস্থান সৃষ্টি হবে: বিডা চেয়ারম্যান

বাংলাদেশ বিনিয়োগ বোর্ডের (বিডা) নির্বাহী চেয়ারম্যান আশিক চৌধুরী জানিয়েছেন, আগামী এক থেকে দুই বছরের মধ্যে দেশে ১৫ হাজার লোকের কর্মসংস্থান সৃষ্টি হবে।

আশিক চৌধুরী বলেন, রাজনৈতিক দলগুলোর মাঝে কর্মসংস্থান ও বিনিয়োগের বিষয়ে কোনো মতপার্থক্য থাকা উচিত নয়। যে দলই ক্ষমতায় আসুক, বিনিয়োগের স্বার্থ অপরিবর্তিত রাখতে চায় বিডা। তাই এই লক্ষ্যে সব রাজনৈতিক দলকে সম্মেলনে আমন্ত্রণ জানানো হয়েছে।

আশিক চৌধুরী বলেন, চীনের পোশাক উৎপাদনকারী প্রতিষ্ঠান হান্ডা ইন্ডাস্ট্রিজ লিমিটেড বাংলাদেশে ১৫০ মিলিয়ন মার্কিন ডলার বিনিয়োগ করবে। তাদের সঙ্গে একটি সমঝোতা স্মারক সই হয়েছে। এই বিনিয়োগের মাধ্যমে আগামী এক থেকে দুই বছরের মধ্যে ১৫ হাজার লোকের কর্মসংস্থান সৃষ্টি হবে।

 

বার্তাবাজার/এসএইচ

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *